The Dhaka Times Desk মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি পিঁপড়াবিদ্যার মুক্তিপাচ্ছে আগামী ২৪ অক্টোবর। ইতিমধ্যেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
২৪ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি পিঁপড়াবিদ্যা। ছবিটি মুক্তি পাওয়ার আগে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আবার পিঁপড়াবিদ্যা সিনেমার আন্দাজে ঢিল ছোঁড়া কন্টেস্টের ট্রেইলার নিয়েও সমালোচনার ঝড় উঠেছে সোস্যাল মিডিয়াগুলোতে। ইউটিউবে ট্রেইলরটি প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইম্প্রেশনের মাধ্যমে প্রায় ৭ লাখ দর্শকের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যেই ২ লাখেরও বেশি দর্শক ক্লিক করে এই ভিডিওটি উপভোগও করেছেন।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন- শিনা চৌহান, নূর ইমরান, মুকিত জাকারিয়া, মোহিনী মৌসহ আরও অনেকে। ছবি মুক্তি উপলক্ষে এবং এর শেষ মুহূর্তের প্রচারে অংশ নিতে ১৮ অক্টোবর ঢাকায় আসছেন এই ছবির মূল নায়িকা ভারতীয় অভিনেত্রী শিনা চৌহান।। ভারত থেকে ফেসবুকে শিনা এ তথ্য দিয়েছেন। ঢাকায় এসে পিঁপড়াবিদ্যা ছবির উদ্বোধনী প্রদর্শনীতেও তিনি অংশ নিতে পারেন।
পিঁপড়াবিদ্যা ছবিতে শিনাকে দেখা যাবে ‘রীমা’ নামে এক তারকা অভিনেত্রীর চরিত্রে। পিঁপড়াবিদ্যা মুক্তির আগেই এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে- ঘুরে এসেছে বুসান চলচ্চিত্র উৎসব। বর্তমানে চলছে পিঁপড়াবিদ্যার ‘আন্দাজে ঢিল ছোড়া কনটেস্ট’। এতে অংশ নিয়ে দর্শকরা জিততে পারবেন ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেয়ার সুযোগ। সেইসঙ্গে পুরস্কার হিসেবে আরও থাকছে মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী ছবিতে অভিনয়, ছবিয়ালে চলচ্চিত্র নির্মাণ শেখা ও ছবির কলাকুশলীর অটোগ্রাফসহ স্যুভেনির জেতার সুযোগও।
উল্লেখ্য যে, এই চলচ্চিত্রটি শিনা চৌহান অভিনীত ৪র্থ চলচ্চিত্র। মালয়ালাম ছবি ‘দ্য ট্রেইন’ দিয়ে মূলত চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল শিনার। এরপর ভারতের পশ্চিমবঙ্গে বুদ্ধদেব দাশগুপ্তের ‘মুক্তি’ এবং ‘পত্রলেখা’ ছবিতে অভিনয় করেন শিনা চৌহান।
Watch the video
This post was last modified on অক্টোবর ১৫, ২০১৪ 10:27 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…