Categories: general

জামায়াতের হরতাল ফ্লপ ॥ সারাদেশে ৩ জনের মৃত্যু

The Dhaka Times Desk জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ফ্লপ করেছে। সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোতে বাস-মিনিবাস চলছে। জামায়াত শিবির গাড়ি পোড়ানো ও ভাংচুর করলে একটি মিনিবাস উল্টে ১ জনের মৃত্যুসহ সারা দেশে অন্তত ৩ জনের মৃত্যু ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের শুরুতে সোমবার সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় পিকেটারদের ধাওয়ায় একটি মিনিবাস উল্টে ১ জনের মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। বন্ধু পরিবহণের একটি মিনিবাসকে পিকেটাররা ধাওয়া দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া মহাখালীতে একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। তিতুমীর কলেজের সামনে দুটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে পিকেটাররা।

হরতালের শুরুতে সকাল ৭টার দিকে মহাখালীর বি এফ শাহীন কলেজের সামনে গুলিস্তান-গাজীপুরগামী একটি বাসে আগুন দেয়া হয়। এসময় পুলিশ কাওকে আটক করতে পারেনি। সকালে যাত্রাবাড়ী চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এরপরই পিকেটাররা পালিয়ে যায়।

এদিকে শাহবাগে আন্দোলনরত বিক্ষোভকারীরা হরতালের কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দেবার পর দোকান মালিক সমিতি এবং পরিবহণ মালিক সমিতি এই ডাকের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। যে কারণে রাজধানীতে বিপুল সংখ্যক বাস-মিনিবাস চলতে দেখা গেছে। রাজধানীসহ দেশের স্কুল-কলেজে ক্লাস হয়েছে পুরোদমে। প্লেন, ট্রেন, লঞ্চ চলেছে যথারিতি। দূরপাল্লার কিছু কিছু রুটে বাস চলেছে। এদিকে রাজধানীতে আইন শৃংখলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রাজধানীতে বিজিবি টহল দিচ্ছে।

সোমবার সকালে রাজধানীতে বাস, অটোরিকশা এবং প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন অনেকটা স্বাভাবিকভাবেই চলাচল করছে। এদিকে, সোমবারের দেশব্যাপী হরতালে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম এবং নির্ধারিত পরীক্ষাসমূহ বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, কক্সবাজারে গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের বিচার আইন সংশোধন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াত এ হরতালের ডাক দেয়।

the latest

জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সোমবার রাজধানীসহ সারা দেশে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বাড্ডায় অজ্ঞাতপরিচয় এক বাসযাত্রী নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে নিহত হয়েছেন মো. ইব্রাহীম (২৫) নামে এক যুবক। আর কক্সবাজারে জামায়াত-শিবির ক্যাডাররা এক রোগীবাহী মাইক্রোবাসে হামলা চালালে আব্দুর রহমান (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

This post was last modified on ফেব্রুয়ারি ১৮, ২০১৩ 3:35 pm

Staff reporter

Recent Posts

The disease can be recognized by looking at the tongue! Consult a doctor if you see any symptoms?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে পানির ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। নিয়মিত…

% days ago

As the baby grows, the routine should also be changed along with milk consumption

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার শিশু বেড়ে ওঠার সময় কেবলমাত্র দুধভাত ও শাকসব্জি খাওয়ানোই…

% days ago

How to find favorite old reels on Facebook

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে কখন ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যায় বোঝা যায়…

% days ago

Jim's new play 'Meghbalika' is coming soon

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে…

% days ago

Slovakia PM shot by gunman: hospitalized in critical condition

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারী। ব্রিটিশ সংবাদমাধ্যম…

% days ago

There are 5 countries in the world that have 24 hours of daylight!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি বিশ্বের প্রায় জায়গাতেই ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার…

% days ago