Ishwardi representative ড. এস এম নুরুন্নাহার ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এবারই প্রথম রাষ্ট্রায়ত্ত্ব এই প্রতিষ্ঠানটির শীর্ষ পদে একজন নারীকে নিয়োগ দেওয়া হল।
ঈশ্বরদীস্থ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে (বিএসআরআই) এই প্রথমবারের মতো একজন নারীকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে কাজ শুরু করলেন ড. এস এম নুরুন্নাহার।
গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দিয়েছেন ড. নুরুন্নাহার। বিএসআরআইয়ের বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে বিএসআরআই-এর পরিচালক (গবেষণা) হিসেবে ড. নুরুন্নাহার ৩ বছর কাজ করেছেন।