Will people move away from buying tablets?

The Dhaka Times Desk আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ট্যাবলেট খুব কম সময়ের মধ্যে একটি অনন্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন, আস্তে আস্তে মানুষ এই ট্যাবলেট কেনা থেকে সরে আসবে।

tablet And Futuretablet And Future

২০১৪ সালের শেষ নাগাদ গোটা দুনিয়ায় ২৫০ মিলিয়ন ট্যাবলেট ছড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্মার্টফোনের চেয়ে বেশ বড় আকারের এই প্রযুক্তি পণ্যটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে ইতিমধ্যেই। কিন্তু এতো প্রসার ঘটলেও সেইসঙ্গে এর নির্মাতারা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ধীরে ধীরে ট্যাবলেটের চাহিদা ক্রমেই ফুরিয়ে যাবে। গত তিন বছরে এর চাহিদা বাড়লেও এখন আবার চাহিদা কমতে শুরু করেছে।

কি কি কারণে চাহিদা কমছে সে বিষয়ে জেনে নেওয়া যাক:

Related Posts

আসলে কি কারণে ট্যাবের জন্ম হয়েছে তা কেও জানে না। এটি কি আসলে একটা স্রেফ ক্রেজ? ইতিমধ্যেই মাইক্রোসফট সারফেস ৩ ল্যাপটপকে সরিয়ে দিয়েছে। আইপ্যাড জলবায়ুবিদ এবং মেরিন বায়োলজিস্টদের জন্য।

স্যামসাং গ্যালাক্সি প্রো ব্যবহার হয় ব্যবসায়ীদের জন্য। কিন্তু ট্যাব কী কাজের জন্য ব্যবহার হয়? তবে একমাত্র পিন্টারেস্ট বা অন্যান্য সোশাল সাইটে ব্রাউজের জন্য ট্যাব ভালো লাগতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখনও নির্মাতারা এর প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করতে পারেননি।

২০১০ সালের প্রথমে আইপ্যাড বের হয় যা ফোনের চেয়ে কিছুটা বড় ও ল্যাপটপের চেয়ে অনেক ছোট আকারে। এটা বই পড়া ও ইন্টারনেট ব্যবহারের জন্য সুবিধাজনক। ২০১৪ সালে স্মার্টফোন বাজারে আসে যা দারুণ গতির ও এটির পর্দাও বেশ বড়। তাহলে, ৭, ৮ বা ১০ ইঞ্চির পর্দার কি প্রয়োজন? স্মার্টফোনের চেয়ে যতটুকু বড় যন্ত্র প্রয়োজন তার জন্য কিন্তু ফ্যাবলেটই যথেষ্ট।

দেখা যাচ্ছে মাত্র ৩ বছর আগেও ফোনই যথেষ্ট ছিল। এরপর হতে স্মার্টফোনের নতুন নতুন সংস্করণ আসার পর বেশ গুরুত্বপূর্ণ বলেই মেনে নিয়েছেন ক্রেতারাও। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্যাবের নতুন সংস্করণে কিনেছে তাদের কাছে এর নতুন সংস্করণ নেওয়ার কোনো অর্থই হয় না। আবার ফোনেই যে কাজ চালানো যায়, সেসব কাজের দিক থেকে ট্যাবের নানা অসুবিধাও রয়েছে। যেমন ফোনের ব্যাটারি বছরে শতাধিক চার্জ সাইকেল পূরণ করতে পারে। অথচ ট্যাবের ক্ষেত্রে তা ডজন খানেকের বেশি নয়। ট্যাবে সিনেমা অথবা অন্য কিছু করতে মাঝেমধ্যে ভালো লাগে, তবে সব সময় নয়। এক্ষেত্রে টেলিভিশন ও ডেস্কটপতো রয়েছে। কাজেই ট্যাব কি কথনও নিত্যসঙ্গী হতে পারছে?

সাধারণত স্মার্টফোনে যেসব অ্যাপ রয়েছে সেগুলোই ট্যাবে ব্যবহার করা হচ্ছে। আবার ট্যাবের বিশেষত্ব অনুযায়ী এর অ্যাপের কোনো বিশেষত্বও নেই। অনেক ক্ষেত্রে আবার স্মার্টফোনের অ্যাপসও পাওয়া যায় না ট্যাবে। তাই গবেষকরা বিশ্লেষণ করে দেখেছেন, মোবাইলের মতো প্রচুর পরিমাণে ট্যাব বিক্রি করা কখনই সম্ভব নয়। এটি বিক্রির একমাত্র উপায় হলো খুব কম দামে বাজারে সরবরাহ করা। অথবা আরেকটি উপায় আছে তা হলো ট্যাবকে আলাদা মানের এবং ভিন্ন বৈশিষ্ট্যের অ্যাপ দিয়ে পূর্ণ করে দেওয়া।

এসব নানা দিক বিবেচনায় আনলে ট্যাবের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা বেশ চিন্তিত। নতুনভাবে না সাজাতে পারলে আস্তে আস্তে মানুষ এই ট্যাবলেট কেনা থেকে সরে আসবে।

This post was last modified on জানুয়ারি ১৭, ২০২৪ 12:03 pm

Staff reporter

Recent Posts

ক্যান্সারের নেপথ্যে কী খাবারের বড় ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…

% days ago

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…

% days ago

৬ কিংবা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ডোনাল্ড ট্রাম্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…

% days ago

ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে স্ট্রিমিং হচ্ছে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…

% days ago

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ২৬

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…

% days ago

বৃদ্ধের ব্যাগ লক্ষ করেই আঁতকে উঠলেন বিমানসেবিকা! কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমানটি ওড়ার পূর্বেই এক…

% days ago