Categories: general

Date line January 5: Leaders and activists of 20 parties are ready

The Dhaka Times Desk আবারও ৫ জানুয়ারি নিয়ে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভবের আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে ৫ জানুয়ারি নিয়ে বেশ উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ২০ দলের নেতাকর্মীরা প্রস্তুত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।

৫ জানুয়ারি নিয়ে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভবের আশঙ্কার মধ্যে রয়েছে দেশবাসী। ২০ দলকে সভা করতে না দেওয়ার সিদ্ধান্ত ২০ দল তথা বিএনপিকে বেশি করে নাড়া দিচ্ছে। বিএনপি ঘোষণা করেছে তারা সভা করবেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি রাজপথে থাকবেন বলে ঘোষণা করেছেন। ৫ জানুয়ারি যে কোনো মূল্যে গুলশানের বাসা হতে বের হয়ে নয়াপল্টনে আসবেন তিনি। সেজন্য বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে।

অনুমতি না পেলেও ৫ জানুয়ারির ঘোষিত কর্মসূচি পালনে এখন পর্যন্ত অনঢ় ২০ দল। জোটের প্রধান বিএনপি বলছে, ৫ জানুয়ারি রাজধানীতে আমাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। সমাবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নিরাপত্তা ও সহযোগিতা দেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্‌বান জানিয়েছে দলটি।

Related Posts

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। শান্তির জন্য, গণতন্ত্রের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। বিএনপির সমাবেশ যে শান্তিপূর্ণ হবে তার দৃষ্টান্ত অতীত থেকেও পাওয়া যাবে।’

৫ জানুয়ারি সমাবেশ করতে দিলে পরিস্থিতি হবে একরকম, না করতে দিলে হবে অন্যরকম। যেহেতু ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমাবেশ করবে তাই বিএনপিকে সেখানে অনুমতি দেওয়া হবে না। তাই বিএনপি চেয়ারপারসন নয়াপল্টনে আসবেন, সেখানেই হবে সমাবেশ। তাই ঢাকার আশপাশের জেলা হতেও নেতাকর্মীরা ঢাকায় আসবেন। আর সেই সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন সরকার পতনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন। এমনটিই জানানো হয়েছে।

তবে সমাবেশ যেখানে যেভাবেই হোক না কেনো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। ৫ জানুয়ারিকে ঘিরে দেশের মানুষ চরম এক শংকায় রয়েছেন। গতবছর ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের সার্বিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। একমাত্র জামায়াতের কয়েকটি হরতাল ছাড়া শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করেছে। দেশের মানুষ সবকিছুর শান্তিপূর্ণ সমাধান চাই। শান্তিতে বসবাস করতে চাই। কোনো রাজনৈতিক হিংসা-হানাহানির ঊর্ধে থেকে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে চাই। তবে পরিস্থিতি কি হয় তার জন্য আর একটি দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক সব ভালো যার শেষ ভালো।

This post was last modified on জানুয়ারি ৩, ২০১৫ 9:21 pm

Staff reporter

Recent Posts

দেশজুড়ে বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…

% days ago

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% days ago

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% days ago

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% days ago

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% days ago

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% days ago