The Dhaka Times Desk ভারত সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
ভারত সরকার বাংলাদেশের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
মেডিসিন স্কলারশিপ না দিলেও ভারত বাংলাদেশ স্কলারশিপ, ইন্ডিয়া স্কলারশিপ এবং কমনওয়েলথ স্কলারশিপ—এই তিন ধরনের বৃত্তি দিবে এবার। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা যায়, প্রাথমিক যোগ্যতা হিসেবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-৫ এর মধ্যে সর্বনিম্ন জিপিএ ৩-এর কথা বলেছে ভারতীয় দূতাবাস। সেইসঙ্গে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। কিন্তু আইইএলটিএস কিংবা টোফেলের বাধ্যবাধকতা নেই- এমনটিই জানিয়েছে ভারতীয় দূতাবাস।
জানানো হয়েছে, আগ্রহীদের শিক্ষার্থীদের বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট:(http://www.hcidhaka.gov.in) হতে আবেদনপত্র সংগ্রহ করে ১০ জানুয়ারি তারিখের মধ্যে নিম্নের ঠিকানাগুলোতে পাঠাতে হবে।
মেইল ঠিকানাগুলো হলো: (attedu@hcidhaka.gov.in) (mailto:attedu@hcidhaka.gov.in), (consular@colbd.net) ও (hoc.rajshahi@mea.gov.in) (mailto:hoc.rajshahi@mea.gov.in)।
এতে বলা হয়েছে যে, আবেদনপত্র পাঠাতে হবে পিডিএফ আকারে। হাতে পূরণ করা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। ভারতীয় দূতাবাস এবং ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন (আইসিসিআর) (http://www.iccrindia.net/) ওয়েবসাইট থেকে এ-সংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে। তবে যে কেও ইচ্ছে করলে ভারতীয় দূতাবাসের গুলশান কার্যালয়ে যোগাযোগও করতে পারেন।
This post was last modified on জানুয়ারি ৪, ২০১৫ 11:52 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…