The Dhaka Times Desk সাধারণভাবে অজ্ঞান করেই অপারেশন করা হয়ে থাকে। তাই রোগী টেরও পান না কি হচ্ছে। কিন্তু এবার ঘটলো তার ব্যত্যয়। অপারেশন করার সময় কথা বলে উঠলো এক রোগী!
অপারেশন করার সময় অজ্ঞান করা হয় সেটি আমরা সবাই জানি। কিন্তু এবার ঘটেছে এমনই এক ঘটনা যে, অপারেশন করার সময় কথা বলে উঠলো এক রোগী। তাও আবার ব্রেন অপারেশন। এই অপারেশন চলার সময় হঠাৎ জেগে উঠে এক রোগী এবং জিজ্ঞেস করে- অপারেশন কেমন চলছে? পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ক্যাটোউইচের সেন্ট্রাল ক্লিনিক হাসপাতালে এমন এক ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ক্যাটোউইচের সেন্ট্রাল ক্লিনিক হাসপাতাল কর্তৃপক্ষ ইগা জেসিকা নামে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অপারেশন শুরু হয়। কিন্তু অপারেশন চলাকালীন হঠাৎ জেগে ওঠে ওই তরুণী। সে ডাক্তারদের জিজ্ঞেস করে অপারেশন কেমন চলছে।
হাসপাতালের নিউরো সার্জারীয়ান প্রফেসর ডাউইড লেরিসজ বলেছেন, ওই তরুণী জেগে উঠলেও কোনো কিছু বুঝতে পারেনি। এমনকি ব্যাথাও অনুভব করেনি। আর সে কারণে তার কোনো সমস্যা হয়নি বলেও জানান ওই সার্জন।
তিনি বলেছেন যে, ওই তরুণীর পক্ষে কোনো কিছু দেখা অথবা অনুভব করার সামর্থ্য একেবারেই ছিল না। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর বিশেষজ্ঞরা বলেছেন, অনুভূতিনাশক দেওয়ার পরেও কেনো ওই তরুণী অপারেশনের মাঝে জেগে উঠলেন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে সংবাদ মাধ্যম বলেছে, অপারেশনের পর ওই তরুণী সুস্থ্য হয়ে উঠেছেন। তথ্যসূত্র: thesun.co.uk
This post was last modified on জানুয়ারি ২০, ২০২২ 12:24 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে আজ বুধবার (৯ এপ্রিল) হতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনৈকা তরুণী ২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর একাধিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটু হাঁটাহাঁটি করলেই দরদর করে ঘাম হচ্ছে। যতোদিন এগোবে, গরম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী পণ্যের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকারটি ছোট একটি চালের দানার মতো আকার। এতেই…