The Dhaka Times Desk পিসির নানা সমস্যা হয়তো আপনাকে নাজেহাল করে থাকে। এরমধ্যে রয়েছে পিসির অচল ডিভাইস। কিভাবে এই অচল ডিভাইস খুঁজে বের করবেন যেনে নিন।
কম্পিউটারে নানা সমস্যা সব সময় রয়েছে। বিভিন্ন রকম সমস্যার কারণে মাদারবোর্ড অথবা সিপিউতে কোন ডিভাইস ডি-অ্যাক্টিভেট থাকলে নিজেই সহজে খুঁজে বের করতে পারেন। প্রথমে ডেস্কটপের মাই কম্পিউটারে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। সেখান হতে ম্যানেজ অপশনটি সিলেক্ট করুন। এবার ডিভাইস ম্যনেজার অপশন খুঁজে বের করে তাতে ক্লিক করুন, তখন আপনার সব ডিভাইসগুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনার কম্পিউটারের মাদারবোর্ড এবং সিপিউতে যে সকল ডিভাইস সংযুক্ত রয়েছে সেগুলোই দেখাবে।
প্রথমে কম্পিউটার, ডিস্ক ড্রাইভ, ডিসপ্লে এডাপ্টার এভাবে যতোগুলো ডিভাইস রয়েছে সবগুলোই দেখাবে। যদি কোনটার উপর হলুদ রঙ-এর আশ্চর্যবোধক চিহ্ন দেখায় তাহলে বুঝতে হবে ওই ডিভাইসটি ডি-অ্যাক্টিভেট রয়েছে কিংবা ওই ডিভাইসটি অচল রয়েছে। এইভাবে নিজেই নিজের কম্পিউটারের ডিভাইসটির সমস্যা খুঁজে বের করতে পারেন। এভাবে আপনার কম্পিউটারের কোনো সমস্যা থাকলে নিজেই তার সমাধান বের করতে পারবেন।