The Dhaka Times Desk সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘হারমনি অফ দ্য সিস’ পানিতে ভাসলো। প্রথমবারের মতো পানিতে ভাসলেও হারমনির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ২০১৬ সালে।
সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘হারমনি অফ দ্য সিস’ পানিতে ভাসলো। প্রথমবারের মতো পানিতে ভাসলেও হারমনির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ২০১৬ সালে।
এই বিশালাকৃতি জাহাজের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে ফ্রান্সের সেইন্ট-নাজায়ারের শিপইয়ার্ডে। এই প্রমোদতরীর ওজন দাঁড়াবে ২ লক্ষ ২৭ হাজার টন। ‘হারমনি অফ দ্য সিস’ নামের এই জাহাজটির উচ্চতা ১১৮৭ ফুট। যা আইফেল টাওয়ারের উচ্চতা হতেও ১৬৪ ফুট বেশি। ২,১০০ জন কর্মীসহ সর্বমোট ৬,৩৬০ জন যাত্রী সফর করতে পারবে এই বিশাল প্রমোদতরীতে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হারমনির তৈরি সম্পন্ন হওয়ার পর এই প্রমোদতরীটির ওজন হবে ২ লক্ষ ২৭ হাজার টন। জাহাজটির প্রয়োজন হবে ৯০,০০০ বর্গমিটার কার্পেট এবং ৫ লক্ষ লিটার রং!
উল্লেখ্য, আগামী বছর প্রথম বাণিজ্যিক যাত্রায় ব্রিটেনের সাউদাম্পটন হতে স্পেনের বার্সেলোনায় পৌঁছাবে বিশ্বের এই বৃহত্তম প্রমোদতরী ‘হারমনি অফ দ্য সিস’।
This post was last modified on জুন ২৬, ২০১৫ 12:02 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…