The Dhaka Times Desk আফ্রিকার দেশ শাদে বোরকা পরলেই আটকের ঘোষণা দেওয়া হয়েছে। বোরকা পরা কাওকে দেখা মাত্রই আটক করা হবে বলে সতর্ক করে দিয়েছে পুলিশ।
আফ্রিকার দেশ শাদে বোরকা পরলেই আটকের ঘোষণা দেওয়া হয়েছে। বোরকা পরা কাওকে দেখা মাত্রই আটক করা হবে বলে সতর্ক করে দিয়েছে পুলিশ।
রাজধানী এনজামেনায় বোরকা পরা নারীর ছদ্মবেশে বোকো হারামের আত্মঘাতী হামলার জের ধরে এমন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বোরকা পরে পুরুষের চালানো আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়েছির।
শনিবারের ওই হামলার ঘটনায় আহত হয় আরও ৮০ জন। যে কারণে জঙ্গি হামলা ঠেকাতে গত মাসে নেকাব নিষিদ্ধ করে শাদ সরকার। কিন্তু সে আইন তেমন একটা কার্যকর হয়নি।