The Dhaka Times Desk বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। কথিত অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট।
বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। কথিত অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। বাংলাদেশের সঙ্গে সে দেশের সীমান্ত সিল করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এবং আসাম রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশে বলা হয়েছে, ‘বাংলাদেশী অনুপ্রবেশ’ রোধে গৃহীত নীতিমালাগুলো যথেষ্ট কার্যকর নয়।
সুপ্রিমকোর্ট সীমান্ত এলাকা পরিদর্শন করে একটি রিপোর্ট দেওয়ার জন্য কমিশনার নিয়োগ দিয়েছিল। সেই কমিশনার সম্প্রতি একটি রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট পর্যালোচনা করে সুপ্রিম কোর্টের বিচারক রঞ্জন গগৈ এবং রহিন্তন এফ নরিম্যান মত দেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়।
আদালতের ওই বেঞ্চ হতে আরও বলা হয়, আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পুরোপুরি শেষ হয়নি। অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে পর্যাপ্ত সংখ্যক পুলিশ-বিএসএফও মোতায়েন করা হয়নি। সে কারণে কেন্দ্রীয় সরকার এবং আসাম রাজ্য সরকারকে সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে।