The Dhaka Times Desk শুভ সকাল। আজ সোমবার, ২০ জুলাই ২০১৫ খৃস্টাব্দ, ৫ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজকের ছবিটি গ্রাম-বাংলার একটি প্রাকৃতিক ও চির বাস্তব দৃশ্য। ঈদ-পরব যায়ই থাক না কেনো মাঠের কাজ তাদের করতেই হবে।
গ্রামের মানুষদের মাঠে হালচাষের কোনো বিকল্প নেই। নিত্যদিন তাদের মাঠে গিয়ে ধান-বোনা বা ফসলের মাঠ তদারকি করতে হয়। গ্রাম-বাংলার এমন একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি: videosupload.wordpress.com সৌজন্যে।