Categories: general

The Tragedy of Savar That Sahana returned - but as a corpse

The Dhaka Times Desk সাভারে ভবন ধসের ঘটনায় গত পরশু প্রায় ২২ ঘণ্টার অক্লান্ত চেষ্টার পরও কুষ্টিয়ার সাহানাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে এসে আগুন লেগে যাওয়ায় ওইদিন উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। সেই সাহানাকে গতকাল উদ্ধার করা হয়েছে তবে জীবিত নয়-মৃত।


সমগ্র দেশবাসী পরশু সাহানাকে উদ্ধারের চেষ্টার সে দৃশ্য টিভি চ্যানেলের বদৌলতে অবলোকন করেছিল। মানুষের মধ্যে সেদিন যে উৎসাহ দেখা গিয়েছিল। রাতে আগুন লেগে উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাওয়ায় দেশের প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দেয়। সাভারের হৃদয় বিদারক ঘটনার পর থেকে দেশের প্রতিটি মানুষ মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সবার মধ্যে এক অনাকাঙ্খিত আশংখা এসে ভর করে। এই অবস্থায় দেশের মিডিয়াগুলো বিশেষ করে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো দিন-রাত ২৪ ঘণ্টা সাভারের রানা প্লাজার ভবন ধসের উদ্ধার কাজ দেখাতে থাকে। মানুষ ঘরে বসে উদ্ধার অভিযান ও স্বজনদের আহাজারির সেই সব লোমহর্ষক দৃশ্য দেখেন।

সুড়ঙ্গ তৈরি করে জীবিত মানুষের সন্ধ্যান করতে থাকলে উদ্ধারকারীরা খোঁজ পান এই সাহানার। কিন্তু এমন একটি দুর্ভেদ্য স্থানে সাহানা ওরফে শাহীনাসহ আরও ৩ জন আটকে ছিলেন যে, তাদের উদ্ধার করা এক অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। উদ্ধারকর্মীরা তাকে খাদ্য, পানি, স্যালাইন, অক্সিজেনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ফাঁক-ফোকর দিয়ে তাকে সুস্থ্য রাখেন। ওইদিন সারাদিন ধরে চলে চেষ্টা অবশেষে রাতে যখন উদ্ধারের শেষ পর্যায়ে আসে তখন ঘটে যায় আরেক ঘটনা। আগুন লেগে যায় সেখানে। ৪জন উদ্ধারকর্মী মারাত্মকভাবে আহত হন। তারা কোন মতে সেখান থেকে বেঁচে ফিরেন। আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি সাহানাকে। গতকাল থেকে ভারি যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান শুরু হলে তাকে সেই গুহা থেকে উদ্ধার করা হলো তবে ততক্ষণে তার প্রাণ ভোমরা চলে গেছেন মহান সৃষ্টিকর্তার কাছে।

সাভারের এবারের ঘটনাবহুল কাহিনীতে আরেক কাহিনী যোগ হলো। সাহানা ফেরার জন্য উদ্ধারকর্মীদের কাছে যে আকুতি-মিনতি করেছিলেন তা শেষে কার্যকির হলো তবে জীবিত ফিরতে পারলেন না। নিয়তির কাছে হেরে গেলেন জীবন যুদ্ধের সেই সৈনিক কুষ্টিয়ার শাহীনা। উল্লেখ্য, আমরা গতকাল ঢাকা টাইমস্‌ে “শেষ মুহূর্তে সাহানার পরাজয়!” শিরোনামে একটি খবর প্রকাশ করেছিলাম।

Related Posts

Staff reporter

Recent Posts

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% days ago

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% days ago

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% days ago

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% days ago

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% days ago

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% days ago