The Dhaka Times Desk সন্ত্রাসবাদ দিনকে দিন ছড়িয়ে পড়ছে বিশ্বের সবখানেই। আর তাই ছোট-বড় সবার মধ্যেই সন্ত্রাস নিয়ে গবেষণা শুরু হয়েছে। এবার ৯ বছরের এক শিশু লিখেছেন সন্ত্রাসবাদের বই।
সন্ত্রাসবাদ দিনকে দিন ছড়িয়ে পড়ছে বিশ্বের সবখানেই। আর তাই ছোট-বড় সবার মধ্যেই সন্ত্রাস নিয়ে গবেষণা শুরু হয়েছে। এবার ৯ বছরের এক শিশু লিখেছেন সন্ত্রাসবাদের বই।
বিশ্বে বর্তমান সময়ের এই সসন্ত্রাসবাদীদের হতে নিরাপদ নয় নিষ্পাপ শিশুরাও। চরমপন্থীদের থাবায় আক্রান্ত হয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়াতেও। এমন এক পরিস্থিতিতে দেশটির ৯ বছরের শিশু আসপ্লেইনডার জুই। জুই তার দেশে সন্ত্রাসবাদীদের দ্বারা প্রভাবিত শিশুদের নিয়ে বই লিখে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন।
বইটির নাম ‘শিশুদের ওপর সন্ত্রাসবাদের প্রভাব’। এই বইটিতে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত উদ্বাস্তু শিশুদের অবস্থা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। জুইয়ের একমাত্র উদ্দেশ্য বইটির মাধ্যমে নাইজেরিয়ার শিশুদের অবস্থা বিশ্বসংস্থা এবং বিভিন্ন দেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। তবে ৯ বছরের এই শিশুর লেখা বইটি বিশ্ববাসীর বিবেককে কতখানি নাড়া দেবে সেটিই দেখার বিষয়।
This post was last modified on জুলাই ১০, ২০২৫ 11:39 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…