Categories: sport

Shakib Al Hasan banned for one match

The Dhaka Times Desk আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান।

জানা যায়, বৃহস্পতিবার বিপিএল সিলেট রয়্যালসের বিপক্ষে একাটি জোড়ালো আউটের আবেদন করলে আম্পায়ার সেলিম শাহেদ সেটি নাকচ করে দিলে সাকিব আম্পায়ারের সঙ্গে উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে লেগ আম্পায়ার দৌড়ে এসে ঘটনাটিকে সামাল দেন। এছাড়াও পৃথক আরেকটি ঘটনায় সাকিবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ কথা জানানো হয়।

এই দুই ঘটনা ঘটে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের ইনিংস চলাকালে। থিসারা পেরেরার করা ত্রয়োদশ ওভারের ঠিক শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করে রংপুর। বল গ্লাভসবন্দি করেই উৎসব শুরু করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। এ সময় জোরালো আবেদন করেন বোলার থিসারা, সুর মেলান আশেপাশের ফিল্ডাররাও। তবে আম্পায়ার তানভীর আহমেদ রংপুরের সেই আবেদনে সাড়া দেননি।

Related Posts

তখন আম্পায়ারের দিকে এগিয়ে এসে রেগে কিছু বলতে দেখা যায় রংপুর অধিনায়ককে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসতে হয় অন্য আম্পায়ার শরফুদ্দৌলাকে।

৬ রানে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে সাকিবকে সবার আগে এই ঘটনাটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাকিব বলেন, ‘এ রকম হয়েই থাকে। আমি আসলে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না।’

এসব ঘটনায় শাস্তি পেতেই হলো সাকিবকে। খেলা শেষে দুই আম্পায়ার সাকিবের এই বাজে আচরণের বিষয়ে রিপোর্ট করেন। সাকিবকে জরিমানা করা হয় অন্য আরেকটি ঘটনার কারণে। চতুর্থ ওভারে সিলেটের ব্যাটসম্যান দিলশান মুনাবিরাকে আউট করার পর একটা বাজে কথা বলেছিলেন সাকিব আল হাসান। সাকিব দুটো শাস্তিই মেনে নেওয়ার কারণে আনুষ্ঠানিক কোনো শুনানি হয়নি বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।

This post was last modified on নভেম্বর ২৭, ২০১৫ 6:23 pm

Staff reporter

Recent Posts

বছরের অন্যতম সেরা সিনেমা ‘ট্রেন ড্রিমস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…

% days ago

শীতকালীন ঝড়ে গাজায় চরম মানবিক বিপর্যয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…

% days ago

হঠাৎ ধরা পড়লো তাসমানিয়ার সৈকতে ওপারফিস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…

% days ago

গাছিদের রস সংগ্রহের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…

% days ago

আপনি কেনো খাবেন ছোট মাছ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…

% days ago

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…

% days ago