The Dhaka Times Desk রোবটের যুগ এসে মানুষ এর থেকে নানা সুবিধা নিচ্ছে। বিভিন্ন কাজে লাগানো হচ্ছে রোবটকে। এবার মনের কথা বলে দিবে রোবট!

এবার এমন একটি রোবট আসছে যেটি আপনার মনের কথা জানিয়ে দিবে। তাদের থামানোর মতো কেও নেই। কারণ এর বিরুদ্ধে কোন আইন নেই।
যদি এক্সপার্টদের ধারণা সঠিক হয়ে থাকে, তাহলে ২০৩০ সাল হতে আমরা যে স্মার্টফোন, ট্যাব এবং কম্পিউটার ব্যবহার করবো তা আমাদের মস্তিষ্কের সকল কথা জানাতে পারবে। অর্থাৎ আমরা কখন কি চিন্তা করছি তাও জানাতে পারবে রোবট!
তবে এটি করা হবে মূলত নিরাপত্তার জন্যই। আপনি কখন কি ভাবছেন তা আপনার ডিভাইস স্বয়ংক্রিয়ভাবেই তা মনে রাখবে। পরবর্তীতে আপনি কিছু ভুলে গেলেই সে আপনাকে মনে করিয়ে দিবে।
মিরর বলেছে, তবে এতেও রয়েছে কিছু অসুবিধা, রয়েছে হ্যাকারের ভয়ও। দাভসের বিশ্ব ইকোনোমিক ফোরামের মতে, এই প্রযুক্তির কারণে হ্যাকার মানুষের অতীত জীবনের স্মৃতি হ্যাক করে ফেলতে পারে। এতে করে মানুষের জীবনে অশান্তি নেমে আসার সম্ভাবনা রয়েছে।