The Dhaka Times Desk ভুলোমনা মানুষ ভুল করে কতো কিই না করে। কিন্তু তাই বলে নিজের স্ত্রীকে ভুল করে রেখে চলে যাওয়ার মতো ঘটনা। বেড়াতে গিয়ে নিজের স্ত্রী-কে গাড়িতে তুলতে ভুলে যান এক স্বামী!
ভুলোমনা কিংবা আত্মভোলা হওয়ার মতো ঘটনা মাঝে মধ্যেই আমাদের চোখে পড়ে। এমন সমস্যা অনেকেরই রয়েছে। কিন্তু তাই বলে বেড়াতে গিয়ে নিজের স্ত্রী-কে গাড়িতে তুলতে ভুলে যাওয়ার মতো ঘটনা আগে কখনও ঘটেনি।
সম্প্রতি ওল্টার ও ক্লাউডিয়া আর্জেন্টাইন দম্পতি অবকাশ যাপনে যাচ্ছিলেন প্রতিবেশি দেশ ব্রাজিলে। পথে পেট্রোল স্টেশনে গাড়ি থামলে প্রাকৃতিক কাজ সারতে যান ভুলোমনা ওই স্বামী ওল্টার। টয়লেট থেকে ফিরে এসে সোজা গাড়িতে বসে গাড়ি চালিয়ে চলে যান প্রায় ৬০ মাইল পথ। এই এতোটা পথে যাওয়া সত্বেও তার একবারও মনে হয়নি যে, তিনি তার স্ত্রীকে ফেলে এসেছেন পেট্রোল পাম্পে।
ওল্টারের পাশে বসা ছিল তাদের ১৪ বছরের ছেলেও, তবে সেও তো মোবাইলে গেমস খেলায় ব্যস্ত। মা যে গাড়িতে নেই সেটা তার খেয়াল করার সময় ছিল না।
জানা যায়, ওল্টার যখন টয়লেটে যান ঠিক সেই সময় গাড়ির পেছনের আসনে বসা ক্লাউডিয়া নেমেছিলেন নাস্তা কিনতে। গাড়ি পেট্রোল পাম্প ছেড়ে যাওয়ার পর একাধিকবার স্বামীকে ফোন করার চেষ্টা করেন ক্লাউডিয়া। তবে নেটওয়ার্কের কারণে তিনি সেটিও করতে পারেননি। এমন অবস্থায় দু’ঘণ্টা স্থানীয় পুলিশ স্টেশনে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকেন তিনি।
পুলিশ জানায়, ক্লাউডিয়া এতোটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে তার স্বামী যখন তাকে নিতে এসেছিলেন তিনি তখন রাগে গাড়িতে লাথি মারেন।
This post was last modified on জুন ২২, ২০২৪ 3:47 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমানটি ওড়ার পূর্বেই এক…