The Dhaka Times Desk এমন ছবি দেখে সত্যিই ভয় পাওয়ার মতো। সাধারণ একটি কাঁকড়া তাও আবার ছুরি হাতে! এমনটি কি হতে পারে? তবে ছুরি হাতে কাঁকড়া ভয় দেখাচ্ছে মানুষকে সেটি সত্যিই!
![ছুরি হাতে কাঁকড়া ভয় দেখাচ্ছে মানুষকে! [ভিডিও] 1 crab, knife threat](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/02/crab-knife-threat-600x338.jpg)
সত্যিই অবাক লাগে যে সামান্য একটি কাঁকড়া আবার কখনও মানুষকে ভয় দেখাতে পারে? কিন্তু ভিডিওটি না দেখলে সত্যিই আপনিও বিশ্বাস করতে পারতেন না।
আসলে একটি বিষয় পরিষ্কার। আর তাহলো আপনার হাতে যদি একটি হাতিয়ার থাকে তাহলে আর কিসের চিন্তা? আপনি নিজেই হয়ে যেতে পারবেন মহা রাজা! মানুষ হোক আর জীব-জানোয়ার হোক সকলেই যেনো হাতিয়ার পেয়ে বাহাদুরি দেখান। অন্তত এই ভিডিওটি দেখে সে প্রমাণ মিলবে। যদি বিশ্বাস না করেন, তাহলে নিচের ভিডিওটি দেখুন। ব্রাজিলে এক রেস্টুরেন্টে একটি কাঁকড়া ছুরি নিয়ে কিভাবে দৌড়াচ্ছে। শুধু দৌড়াচ্ছে তা নয়, রীতিমতো ভয়ও দেখাচ্ছে!
দৃশ্যটি ক্যামেরা বন্দি করেন অনেকই। তবে কোনও একটি ফিল্মের শুটিংয়ের জন্যই নাকি ব্যবহার করা হয়েছিল তাকে।
Watch the video