The Dhaka Times Desk ফটোশপে সবকিছুই করা সম্ভব। দুনিয়ার সব ছবিগুলো ফটোশপের মাধ্যমে কীভাবে বদলে দেওয়া যায় সে কাহিনী রয়েছে আজ। এক নারী ফটোশপের কারসাজিতে বিশ্বভ্রমণের ছবিগুলো দেখুন।
এমন একটি ঘটনা ঘটিয়েছেন কেনিয়ার একজন নারী। তিনি অন্যদের ছুটি কাটানোর সময়কার ছবি সম্পাদনা করে সেখানে নিজের ছবি বসিয়ে তার ফেসবুক পাতায় পোস্ট করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। কারণ হলো দূরদেশে বেড়াতে যাওয়ার সামর্থ্য তার নেই। তবে ছবি সম্পাদনার মাধ্যমে তিনি তার সেই বেড়াতে যাওয়ার শখ কীভাবে পূরণ করার চেষ্টা করেছেন তা দেখুন।
দেখা যাচ্ছে তিনি একটি বিমানের সামনে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন চীনের প্রাচীরের উপর, তাজমহলের সামনে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন। মূলত ফটোশপের মাধ্যমে ছবিগুলো তৈরি করা হয়েছে।
দেখুন ওই ছবিগুলো:
উল্লেখ্য, এসব ছবি দেখার পর এই নারীর শখ পূরণে এগিয়ে এসেছেন নাইরোবির জনৈক ব্যবসায়ী স্যাম গিচুরু। এই নারী যাতে ছুটি কাটাতে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন সেজন্যে এই ব্যবসায়ী প্রচুর অর্থও সংগ্রহ করেছেন বলে সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে!