The Dhaka Times Desk পাকিস্তানে দিনকে দিন সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে সেদেশের নাগরিকদের। এক সমীক্ষায় বলা হয়েছে, পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ২০১৫ সালে ৪০ শতাংশ কমেছে।
আগের তুলনায় পাকিস্তানে গত বছর সন্ত্রাসী হামলার ঘটনা ৪০ শতাংশ কমেছে। তারপরেও দেশটিতে ২০১৫ সালে সন্ত্রাসী হামলার ঘটনায় ৪৬০০’র বেশি মানুষ মারা গেছে। হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান এইচআরসিপি’র দেওয়া ২০১৫ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওই তথ্যে বলা হয়েছে, পাকিস্তানে গত বছর (২০১৫) রাষ্ট্র-বিরোধী সহিংসতার ঘটনা ২০০৮ সালের চেয়েও নীচে নেমে এসেছে। ২০১৫ সালে দেশটিতে রাষ্ট্র বিরোধী ৭০৬টি সহিংস হামলার ঘটনায় ১,৩২৫ ব্যক্তি নিহত হয়েছে। এদেরমধ্যে ৬১৯ জন বেসামরিক ব্যক্তি ও ৩৮১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
উল্লেখ্য, পাকিস্তানে দিনকে দিন সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। বহু নাগরিককে প্রাণ দিতে হয়েছে। নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে সেদেশের নাগরিকদের।