The Dhaka Times Desk বিতর্কিত ধনকুবের বিজয় মালিয়া শেষ পর্যন্ত ভারত থেকে পালিয়ে গিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। অবশ্য বিজয় মালিয়া পারিয়ে যাওয়ার অভিযোগ প্রত্যাখান করেছেন।
আত্নপক্ষ সমর্থন করে মার্চে বিজয় মালিয়া ট্যুইটারে লিখেছেন, তিনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী, যে কারণে তাকে সবসময় ভ্রমণ করতে হয়। ভারত হতে পালিয়ে গেছেন এই অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ২০১৩ সালে কিংফিশার এয়ারলাইন্স ব্যবসাতে পুরোপুরি ধস হওয়ার কারণে ভারতের রাষ্ট্রায়াত্ত এবং অন্যান্য ব্যাংকগুলোতে মালিয়ার প্রায় ১০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক ঋণের মধ্যে পড়েন বিজয় মালিয়া।
এ বছরের মার্চে তিনি ভারত ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
ভারতীয় আদালত মালিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর গত মাসে ভারতীয় কর্তৃপক্ষ মালিয়ার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। সেইসঙ্গে তাকে ভারতের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে।