The Dhaka Times Desk পাকিস্তান নিজেদের মুসলিম দেশের ইসলাম কায়েমের কথা বলে আসলেও কাজে-কর্মে দেখা যায় একেবারে ভিন্ন রূপ। পাকিস্তান মুসলিম লীগ নেতার নর্তকীর সঙ্গে নাচ করার একটি ছবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে!
সংবাদ মাধ্যমগুলোর খবর সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এতে বলা হয়, ‘এক্কেবারে যাকে বলে ‘চান্স পে ডান্স্থ’! কেও কী হাতছাড়া করতে চায় কোমর দোলানোর এমন সুবর্ণ সুযোগ? ঠিক তাই, হাতছাড়া করেননি, পাকিস্তানী মুসলিম লিগের নেতা গুলাম রব্বানিও। সম্প্রতি সোশাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়ে দেখা দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ঘরোয়া মুজরায় উদ্দাম নাচ করছেন ওই নেতা। আর তাকে সঙ্গ দিচ্ছেন এক নর্তকী!’
ওই ভিডিওতে দেখা গেছে, বর্ষীয়ান নেতা রব্বানি নর্তকীর নাচের ধরন নকল করার চেষ্টা করছেন। তা না পারলেও, তার উদ্দীপনায় কোনও কমতি ছিলনা। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে পাকিস্তানী মুসলিম লিগ। বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখা হচ্ছে না।
Watch the video
https://www.youtube.com/watch?v=eTniFkFvR9o