The Dhaka Times Desk হিল না পরলে চাকরী হারাতে হবে এমন কথা কেও চিন্তাও করেনি। তবে এবার এমনই একটি ঘটনা ঘটলো। হিল না পরার কারণে চাকরি খোয়াতে হলো এক তরুণীকে!
সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন একটি খবর সত্যিই সকলকে বিস্মিত করেছে। নিকোলা থর্প (২৭) নামের এক তরুণী লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। কাজের প্রথম দিন প্রতিষ্ঠানের ড্রেস কোড নিয়ম অনুযায়ীই তিনি পোশাক পরে কর্মস্থলে গিয়েছিলেন। তবে তিনি পায়ে পরেছিলেন হিলের বদলে ফ্ল্যাট জুতো। আর সেটিই যে তারজন্য কাল হবে তা তিনি ঘুর্ণাক্ষরেও বুঝতে পারেন নি। শুধুমাত্র এই হাইহিল না পরার সামান্য কারণেই তাকে চাকরি হতে বরখাস্ত করা হয় তাকে।
নিকোলা থর্প জানান, প্রথমদিন অফিসে যাওয়ার পর অফিস কর্মীরা তাকে বলেন, তাকে এমন জুতা পরতে হবে যেনো তাকে লম্বা দেখা যায়। অন্তত ২ হতে ৪ ইঞ্চির হিল থাকতে হবে পায়ে। এই কথা মেনে না নেওয়ায় কাজের প্রথম দিন নিকোলাকে খালি পায়েই অফিস করতে হয়েছিল।
নিকোলা থর্প মনে করেন, ফ্ল্যাট জুতা সারাদিন পরে থাকার জন্য বেশ আরামদায়ক হয়। তাছাড়া এটি ফরম্যাল পোশাকের সঙ্গে বেশ মানানসইও বটে। তবে তার এই দাবি কোনোভাবেই মেনে নেয়নি তার কর্মস্থলের কর্মকর্তারা। বরং তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। নিকোলা থর্প মনে করেন তার সঙ্গে অমানবিকতা করা হলো।
This post was last modified on সেপ্টেম্বর ৯, ২০১৭ 10:06 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ (রবিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…