The Dhaka Times Desk শুভ সকাল। বুধবার, ২৯ জুন ২০১৬ খৃস্টাব্দ, ১৫ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ, ২৩ রমজান ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন সেটি ‘হলদে পাখি’ নামেই বাংলাদেশে অধিক পরিচিত। এটি কালোমাথা বেনেবউ, বেনেবৌ, হলুদিয়া, ইষ্টিকুটুম, কৃষ্ণ কোথা পাখি, কৃষ্ণ গোকুল, খোকা হোক নামেও পরিচিত।
পাখিটি আকারে ২৫সে.মি। গাঢ় হলদে শরীর। চোখ লাল, মাথা,গলা,লেজ এবং ডানার কিছু পালক কালো বর্ণের আর ঠোট হালকা লাল রংঙের। মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম হয়ে থাকে। এরা সাধারণত কীট-পতঙ্গ,ফল-ফলাদি খেয়ে বেচে থাকে। টুটু…ইয়ো ইয়ো বা টু…হিইইইই রবে ডাকে এরা।
ইংরেজী নাম Black-Hooded Oriole ও বৈজ্ঞানিক নাম Oriolus xanthornus
বাংলাদেশের অধিকাংশ এলাকায় এমনকি গ্রামেও দেখতে পাওয়া যায় এই সুন্দর দেখতে পাখিটি। এদের ৫টি উপপ্রজাতির মধ্যে আমাদের দেশে Oriolus xanthornus xanthornus বাংলাদেশে পাওয়া যায় সবচেয়ে বেশি।
Photo: Courtesy of allbirdhere.blogspot.com.