The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Companies that pay employees to sleep!

The Dhaka Times Desk এমন কথা কখনও শোনা যায়নি। কারণ ঘুমের কারণে চাকরি চলে যায় কিন্তু কর্মচারীদের ঘুমের জন্য পয়সা দেয় এমন কোম্পানিও তাহলে আছে!

company gives employees money to sleep

এমন অবাক করার মতো ঘটনাটি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের বীমা জায়ান্ট এইটনা মনে করে কর্মচারীরা আগের রাতে কেমন ঘুমোচ্ছে, তার ওপরই তাদের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে। সে কারণে, ভালো ঘুমের শর্তে বাড়তি বোনাস দিচ্ছে এই কোম্পানিটি! প্রতিরাতে অন্তত ৭ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমোনোর শর্তে বছরে একজন কর্মীকে ৩শ’ ডলার পর্যন্ত দেওয়া হচ্ছে!

প্রতিশ্রুতি-মত আদৌ তারা ঘুমোচ্ছে কিনা, তার প্রমাণে কর্মচারীরা ঘুমের সময় কব্জির সঙ্গে একটি মনিটর বেঁধে রাখে। আর তখন ওই মনিটরের সঙ্গে সংযোগ থাকে অফিস কম্পিউটারের।

শুধু তাই নয়, অনেক সময় কর্মচারীদের মুখের কথাও গ্রহণ করে থাকে এই কোম্পানি। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কে মুনি বলেন, বিষয়টি নিয়ে আমরা চিন্তিত নই, আমরা কর্মচারীদের বিশ্বাস করি।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ২০০৯ সালে এইটনা ঘুমের এই স্কিমটি চালু করে। ২০০৪ সাল নাগাদ ২৫ হাজার কর্মচারীর ১০ হাজারই এতে যোগ দেয়। ২০১৫ সালেই যোগ দিয়েছেন ১২০০ কর্মচারী। শুধু ঘুম নয়, শরীরচর্চা করলেও কর্মচারীদের বাড়তি পয়সা দেওয়া হয়ে থাকে। সাম্প্রতিক বেশ কিছু গবেষণা বলছে, আগের রাতে ঘুমের ওপর পরের দিনের কাজের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে।

উল্লেখ্য, বিবিসি বলেছে, ২০১১ সালে আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিনের এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভালো ঘুমের অভাবে বছরে কর্মচারী প্রতি গড়ে ১১.৩ কর্মদিন নষ্ট হয়ে থাকে। টাকার হিসাবে এই ক্ষতি ২২৮০ ডলার। এতে করে যুক্তরাষ্ট্রের অর্থনীতির মোট ক্ষতি হয় বছরে ৬,৩০০ কোটি ডলারেরও বেশি! এসব বিবেচনায় এনেই এই বীমা কোম্পানিটি অভিনব এই স্কিম হাতে নিয়েছে, যা বর্তমানে অব্যাহত রয়েছে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish