The Dhaka Times Desk অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ পড়ে রয়েছে মর্গে। সাদা কাপড়ে তার দেহ ঢাকা। হঠাৎ উঠে বসলো লাশ! চমকে উঠলো উপস্থিত সবাই।
![মর্গের লাশ হঠাৎ জীবিত! এক 'জম্বি প্র্যাঙ্ক' কাহিনী [ভিডিও] 1 Morgue body suddenly alive](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/08/Morgue-body-suddenly-alive-600x375.jpg)
ঘটনাটি এমন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউয়ের জন্য এক মর্গে ডেকে আনা হয় কয়েকজনকে। এরপর নিজেদের মধ্যেই সবাই তখন কথাবার্তায় ব্যস্ত। এমনসময় হঠাৎ করে উঠে বসলো মর্গের মৃতদেহটি!
তবে আসল ঘটনাটি শুধু এইটুকুই নয়। আসল ঘটনাটা হলো, এটা একটা ‘জম্বি প্র্যাঙ্ক’। আসলে জীবিত একটা মানুষকে ‘মরা মানুষ’ সাজিয়ে মর্গের বেডে শুইয়ে রাখা হয়। এরপর সবাই যখন কথার মধ্যে ব্যস্ত বা অন্যমনস্ক থাকে, তখন সঠিক সময়ে আচমকা উঠে বসে সেই কথিত ‘মরা মানুষ’টি। আর তখন ভয় পেয়ে উপস্থিত সবাই মর্গ ছেড়ে পালিয়ে যায়।
Watch the video