The Dhaka Times Desk রাত যতো বাড়তে থাকে ভূতের উৎপাতও ততোই বাড়তে থাকে। ভূতদের এই স্বর্গরাজ্য আর কোথাও নয়, কোলকাতার রাস্তায়!

এই বসন্তে যেনো বনভোজনে মেতেছে ভূতেদের দল। কোলকাতার উল্টোডাঙা, শ্যামবাজার চত্বরে রাত ১২টা বাজলেই শুরু হচ্ছে ভূতেদের মচ্ছব। উল্টো পায়ে পথচলতি মানুষের দিকে এগিয়ে আসছে মানুষের মতোই কেও একটা! ফুটপাথে বসে যেনো আপন মনে মাথা ঝাঁকিয়ে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, কালো চাঁদর মুড়ি দিয়ে ঘুমন্ত পথচারীর কাছে কখনও দেশলাই চাইতে এগিয়ে আসছে কেও বা!
এগুলো কী আসলে ভূত? না, তা নয়। কোলকাতার শহর নিরাপদ গণ্ডিতে, নিয়ন আলোয় এইসব ভূত কাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, তা দেখতেই এক অভিনব ও চমৎকার প্র্যাঙ্ক ভিডিও! অনেক শহরেই এমন প্র্যাঙ্ক ভিডিও হলেও, কোলকাতায় এটিই প্রথম। শীতলতম নভেম্বরে গভীর নিকষ অন্ধকারে, একদল টিনেজ ক্যামেরা হাতে নেমে পড়েছে রাস্তায়।
যাদের ভূতে ভয় নেই! এমনটা যারা বলে থাকেন, তাদের বাস্তব অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিলে কেমন হবে, তার প্রমাণ দিচ্ছে এই প্র্যাঙ্ক ভিডিওটি। রসিক কোলকাতার রসবোধ কতোটা উত্তীর্ণ হয়েছে বা হচ্ছে তা এই প্র্যাঙ্ক দেখার পর অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে। এর কারণ হলো ভূতের ভয় তো পাচ্ছেই না, বরং উল্টে হাসতে হাসতে লুটোপুটি খেতে হচ্ছে সকলকে!