The Dhaka Times Desk শুভ সকাল। সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ১৪ অগ্রহায়ণ ১৪২৩ বঙ্গাব্দ, ২৭ সফর ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

মাছরাঙা পাখি চেনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আজকের সকাল শুরু হলো এই অসম্ভব সুন্দর মাছরাঙা পাখি দিয়ে।
সত্যিই চমৎকার দেখতে এই পাখিটি। এরা পুকুর বা ডোবার কাছাকাছি কোনো গাছে গিয়ে বসে। আর সুযোগ বুঝে পুকুরের পানির মধ্য হতে মাছ শিকার করে। সে দৃশ্য সত্যিই এক অনবদ্য দৃশ্য। দেখা যায়, গাছের ডাল থেকে এরা উড়ে গিয়ে পানি হতে ছো মেরে মাছ উঠিয়ে নিয়ে আসে। তারপর এরা আবার সেই গাছের ডালে গিয়ে বসে। তখন দেখা যায় তার মুখে রয়েছে মাছ! এভাবেই ওরা মাছ শিকার করে। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি: www.suggest-keywords.com এর সৌজন্যে।