Categories: international news

Abul Hossain Asad of Bangladesh cycling in Oman!

The Dhaka Times Desk বাংলাদেশের এক উদীয়মান যুবক আবুল হোসেন আসাদ। তিনি সাইকেল চালিয়ে ঢাকা থেকে ওমানে পৌঁছেছেন! বাংলাদেশী এই যুবক বর্তমানে ঘুরে বেড়াচ্ছেন ওমানের পথে প্রান্তরে।

‘পরিবেশ রক্ষা করুন, নিজে বাঁচুন ও এইচভি মুক্ত বিশ্ব গড়ুন’- এমন একটি সমাজ সেবামূলক শ্লোগানকে সামনে রেখে সাইকেল নিয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্বভ্রমেণের উদ্দেশ্যে ঘর ছাড়েন বাংলাদেশের তরুণ সাইক্লিষ্ট আবুল হোসেন আসাদ। সাইকেল চালিয়ে তিনি ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ৪২টি দেশ। বর্তমানে তিনি রয়েছেন ওমানে। বিভিন্ন দেশে সাইকেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আবুল হোসেন আসাদ এবার সাইকেল চালাচ্ছেন সালতানাত অব ওমানে। তিনি ঘুরে বেড়াচ্ছেন ওমানের পথে প্রান্তরে।

আসাদ সাইকেলে পাড়ি দিয়েছেন ওমানের মরুভুমি, পাহাড় এবং আরব সাগরের বেলাভূমি। গত ৬ নভেম্বর তিনি সাইকেল নিয়ে ওমানের উদ্দেশ্যে ঢাকা হতে যাত্রা শুরু করেন। তিনি একে একে ওমানের নাখাল, নিজুয়া, সালালাহ, মিরবাত, হাদবিন, হাসিক, ওয়াদি বনি খালিদ, বিদিয়া, সুর, সুইক প্রভৃতি স্থান ভ্রমণ করেছেন।

সাইকেল পরিবেশ বান্ধব বাহন। প্রতিদিন সুস্বাস্থ্য রক্ষার অন্যতম যান এই সাইকেলে সহজে দূর থেকে দূরে যাতায়াতের সুবিধা থাকায় তিনি সাইকেলকে ভ্রমণের অনুষঙ্গ করেছেন। ওমানের বিভিন্ন ঐতিহাসিক স্থান, প্রত্নতাত্তিক নিদর্শন, নান্দনিক ও বিশ্বস্বীকৃত মসজিদ, স্থাপত্যর্কীতি, জনজীবন এবং পর্যটন এলাকা ঘুরে দেখার পাশাপাশি বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য ওমানে তুলে ধরে সালতানাত অব ওমানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রয়াস চালাচ্ছেন আবুল হোসেন আসাদ।

বাংলাদেশের পর্যটন শিল্পকে ওমানে সুপরিচিত করতে ও সালতানাত অব ওমানের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করতেও তিনি প্রচারণা চালিয়েছেন। তিনি ওমানের বিভিন্ন সংঘঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহে গিয়েছেন। আবুল হোসেন আসাদ সাইকেল চালনাই নয়, সেইসঙ্গে ওমানে বসবাসরত বিভিন্ন স্তরের বাংলাদেশীদের সুখ-দুঃখ, হাসি-কান্নার উপাখ্যানেরও সাথী হয়েছেন। সময় কাটিয়েছেন বাংলাদেশ কমিউনিটির লোকজনের সঙ্গেও। মরুর দেশে কর্মক্লান্ত বাংলাদেশী শ্রমিক ভাইদের সাথেও সময় কাটিয়েছেন তিনি। ওমানে কর্মংস্থান, বিনিয়োগ সুযোগ, সম্ভাবনা এবং সমস্যাদি নিয়ে অনুসন্ধান করেছেন আপন নিরীক্ষায়।

সংবাদ মাধ্যমকে আবুল হোসেন আসাদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অনেক মানুষের জীবন বিপন্ন করছে। আমি পৃথিবীকে এমন একটি নাজুক অবস্থায় দেখতে চাই না। তাই সাইকেল নিয়ে ক্যাম্পেইনে নেমেছি।

চলার পথে আসাদ পাড়ি দিয়েছেন বিভিন্ন দেশের সড়ক, মহাসড়ক এমনকি ফেরিতেও। তিনি বলেন, আমি দক্ষিণ কোরিয়া দিয়ে ওমানে প্রবেশ করেছি। ভিসার ব্যবস্থা করতে না পারায় ওমানই আমার এই সফরের শেষ দেশ হবে। ওমান অনেক সুন্দর একটা দেশ। আমি এখানে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারণা চালাচ্ছি। আসাদ মনে করেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে সাইকেল সবচেয়ে সস্তা ও সহজ একটি যানবাহন।

This post was last modified on নভেম্বর ২৬, ২০১৬ 11:22 am

Staff reporter

Recent Posts

পুষ্টিবিদ যা জানালেন: সুগার, প্রেশার, কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসে কী খাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের সুগার, প্রেশার, কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য কিংবা গ্যাস, অ্যাসিডিটি রয়েছে? তারা…

% days ago

যেভাবে ইউটিউব ভিডিওর একটি নির্দিষ্ট অংশ অন্যদের পাঠাবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তির প্রসার যতো ঘটছে সর্বক্ষেত্রেই মানুষের বহুবিধ চাহিদাও বাড়ছে। বিশেষ…

% days ago

২০৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে রজনীকান্তের সিনেমার আয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণী সিনেমার খ্যাতিমান সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা…

% days ago

ক্লাসে এসির ফাঁক গলে বেরিয়ে এলো জ্যান্ত সাপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসে পড়াচ্ছিলেন এক অধ্যাপক। ক্লাসের…

% days ago

বর্ষায় গ্রামের মানুষগুলোর একমাত্র বাহন নৌকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ৩ কার্তিক ১৪৩১…

% days ago

ভেষজের গুণেও কমবে বাতের ব্যথা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যারা বাতের ব্যথায় ভোগেন তারা নিজের বুদ্ধিতে ব্যথার ওষুধ না…

% days ago