The Dhaka Times Desk হঠাৎ করেই রাস্তার মধ্যে একটা বিশাল গর্ত। হাবুডুবু পানি। সেই গর্তের পানিতেই তলিয়ে গেলো ২টি গাড়ি। মৃত্যু ঘটলো একজনের। এমন ঘটনা ঘটেছে সান অ্যান্টোনিওতে।
সংবাদ মাধ্যমর খবরে জানা যায়, রাস্তার নিচেই রয়েছে পাইপ। সেই পাইপ ফেটেই ঘটে বিপত্তি। ১২ ফিট গভীর গর্ত সৃষ্টি হয়। আর সেই গর্তের মধ্যেই তলিয়ে যায় গাড়ি দুটি।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ঘটনাস্থলে পাইপে রয়েছে একটি জয়েন্ট। সেই জয়েন্ট খুলে গিয়েই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। ওই ঘটনায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় একজনের। অপর এক আহতকে উদ্ধার করা হয়। সকলেই হতবাক হন এমন একটি অনাকাঙ্খিত ঘটনা দেখে।