The Dhaka Times Desk পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি একটু বিশেষভাবে তৈরি করতে যাচ্ছে এইচটিসি। ‘এইচটিসি ১১’ নামের এই ফোনটিতে ৮ জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর রাখতে পারে গুগল পিক্সেল ফোনের নির্মাতা প্রতিষ্ঠানটি।
জানা গেছে, কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮৩৫ নামের এই চিপটি তৈরিতে ব্যবহৃত হয়েছে ১০ ন্যানোমিটার প্রযুক্তি। যে কারণে এটি শক্তিসাশ্রয়ী এবং উন্নত কার্যক্ষমতা দেখাতে সক্ষম।
জানা যায়, নকশার দিক হতে এইচটিসির নতুন ফোনটি বর্তমানে বাজারে থাকা এইচটিসি ১০ স্মার্টফোনের মতোই ধাতব কাঠামোর হবে, যাতে করে বেজেলহীন কোয়াড এইচডি ২কে ডিসপ্লে থাকবে। এই স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ হবে ২৫৬ গিগাবাইট। এর ডিসপ্লে প্যানেল হবে সাড়ে ৫ ইঞ্চি মাপের।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে এইচটিসির নতুন স্মার্টফোনটি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে, স্মার্টফোনটির পেছনে দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এর ব্যাটারি হবে ৩ হাজার ৭০০ মিলি অ্যাম্পিয়ারের, এতে কুইক চার্জার ৪.০ সমর্থন করবে। ২০১৭ সালের জুন মাসে এই এই নতুন ফোনটি বাজারে আসতে পারে।
সম্প্রতি এইচটিসি ১০ স্মার্টফোনটির জন্য অ্যান্ড্রয়েড নোগাট সংস্করণ সুবিধাও হালনাগাদ করেছে এইচটিসি। গত অক্টোবরে এই ফোনটির দামও কমিয়েছে এইচটিসি, ৬৯৯ মার্কিন ডলার। এইচটিসি ১০ ফোনটি ৫ দশমিক ২ ইঞ্চি মাপের। এটির পেছনে ১২ এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।