The Dhaka Times Desk যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে জয়ী হওয়ার পর ইলেক্টর নির্বাচকদের কাছ থেকেও সবুজসংকেত পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ভোটাভুটির ৬ সপ্তাহ পর ২৭০ জনের বেশি ইলেক্টরেল ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জয়ের পর এক প্রতিক্রিয়ায় ‘দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করা এবং সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
সোমবার ইলেক্টোরাল কলেজ ভোটের পূর্বে ইলেক্টরদের নিকটে শত শত ই-মেইল ও ফোনকল আসে। ট্রাম্পকে সমর্থন না করতে তাঁদেরকে আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির পর প্রকৃতপক্ষে ইলেক্টোরাল কলেজ ভোট একটি আনুষ্ঠানিকতা মাত্র। তবে গত নির্বাচনে রাশিয়ার হ্যাকারদের প্রভাবের খবরে ইলেক্টোরাল ভোটের আগের সময়টা অন্যান্য বারের চেয়ে একটু ভিন্ন ছিল।
যুক্তরাষ্ট্রে সর্বমোট ইলেক্টর রয়েছে ৫৩৮ জন। হোয়াইট হাউসে বসতে হলে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে ২৭০ ইলেক্টরের ভোট পেতে হয়।
টেক্সাস অঙ্গরাজ্যের ইলেক্টরদের ভোটে প্রয়োজনীয়সংখ্যক ভোট নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও অঙ্গরাজ্যটির দু’জন ইলেক্টর ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির ইলেক্টরদের মধ্যে ৪ জন হিলারি ক্লিনটনকে ভোট দেননি।
উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে বিশেষ যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।