Categories: Picturesque

Race with cows! What is possible?

The Dhaka Times Desk আমরা ঘোড়দৌড় দেখেছি। কিন্তু কখনও এমন কথা শুনিনি যে গরু দিয়ে ঘোড়দৌড় করানো হচ্ছে! এও কী সম্ভব?

আমরা ছোটবেলা হতে ঘোড়ার সওয়ার হওয়ার স্বপ্ন দেখে আসছি। তবে ঘোড়া কেনার মতো টাকা আমাদের ক’জনারই বা আছে। তবে তাতে কী? বাধা মানলেন না নিউজিল্যান্ডের এক মেয়ে হান্নাহ সিমপসন। একটি ডেইরি ফার্মে কাজ করতেন ছোট থেকে। স্বপ্ন ও ইচ্ছা শক্তির জোর ছিলো তার। আর তাই থেমে থাকলো না।

ঘোড়া নেই তো কি হয়েছে? সিমপসন মোটেও তা ভাবনায় আনেননি। তিনি বিকল্প হিসেবে নিলেন ফার্মের একটি গরুকে। যদিও ব্যাপারটা দুধের সাধ ঘোলে মেটানোর মতোই। তবে সিমপসনের সাহসিকতা এবং ধৈর্যের প্রশংসা করতেই হয়। গরু দিয়ে ঠিক ঘোড়ার মতো ঝাঁপ দিতেও পারেন সিমপসন!

তখন সিমপসনের বয়স যখন ১১। তার বাবা-মার ঘোড়া কেনার মতো টাকা ছিলো না। নিউজিল্যান্ডের একটি ডেইরি ফার্মে কাজ করতেন তিনি। তখনই সিদ্ধান্ত নিলেন ঘোড়া নেই তাতে কি হয়েছে, খামারে তো গরু রয়েছে। একটি গাভীতে তিনি ঠিক ঘোড়ার মতো করে চড়ে বসলেন।

বর্তমানে সিমপসনের বয়স ১৮। তার ব্রাউন রঙের গাভীটির বয়স ৭। তার গাভীর একটি সুন্দর নামও দিয়েছেন সিমপসন। নাম লিলাক। এখন রুটিন করে রোজ ফার্মের চারপাশে লিলাককে নিয়ে ঘোড়দৌড় করে থাকেন সিমপসন!

সিমপসন বলেছেন, লিলাকের বয়স তখন ৬ মাস। তখন আমি খুব ছোট। আমার ভাইয়ের কাছ থেকে সাহস জুগিয়ে লিলাককে নিয়ে ঝাঁপ দিলাম। আমি দেখলাম মোটামুটি লিলাক উতড়ে গেলো। সেই থেকেই চলছে।

This post was last modified on জানুয়ারি ৩১, ২০১৭ 10:11 pm

Staff reporter

Recent Posts

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% days ago

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% days ago

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% days ago

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% days ago

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% days ago

রোগা হওয়ার জন্য জগিং শুরু করেছেন: কয়েকটি ভুলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুণীজনরা বলে থাকেন, ছোট ছোট লক্ষ্য আপনাকে স্থির করতে। সেই…

% days ago