The Dhaka Times Desk নিরুদ্দেশ হয়ে যাওয়া নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস অবশেষে দেশে ফিরেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর ফেরার খবর প্রকাশিত হয়েছে।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি দেশে ফিরলেন। যদিও এখনও তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি। তবে তিনি এখন ঢাকাতেই রয়েছেন। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।
সেই সূত্র বলেছে, ‘অপু বিশ্বাস বর্তমানে ঢাকাতেই আছে। অনেকদিন পর ফিরেছে তাই বেশ কিছু কাজ গুছাতে হচ্ছে তাকে। আগামী মাসের প্রথম দিকে সংবাদ সম্মেলন করে পুরো বিষয়গুলো খোলাসা করবেন তিনি। আর তখন সবই জানবে এতোদিন কোথায় ছিলেন বা কেনো ছিলেন।’
ওই সূত্রটি বলেছে, অপু বলেছেন, ‘আমাকে নিয়ে এতোদিন যারা নানা খবর এবং নানা কথা রটিয়েছেন তাদের দাঁতভাঙা জবাব পাওয়ার সময় হয়েছে। আমি মার্চ হতে আবারও শুটিংয়ে ফিরবো।’
অপু আরও বলেছেন, ‘আমি ক্ষমা চাচ্ছি আমার এই অন্তর্ধ্যানের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। তবে বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিলো। সবকিছু প্রকাশ হলে আশা করি সকলেই তা বুঝতে পারবেন।’
এখন শুধুই অপেক্ষার পালা, কবে অপু বিশ্বাস প্রকাশ্যে আসবেন এবং তার এই অন্তর্ধ্যানের কারণ তুলে ধরবেন। অপেক্ষা রয়েছেন তার অসংখ্য অনুরাগীরাও।
উল্লেখ্য, প্রায় বছর খানেক হলো নিরুদ্দেশ ছিলেন ঢাকায় চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এ সময় তাঁতে নানা মুখোরচক খবর প্রকাশিত হয়েছে।