The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Delhi Jama Masjid is one of the most historic mosques in the world

এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় ১৬৪৪ সালে

The Dhaka Times Desk শুভ সকাল। শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০১৭ খৃস্টাব্দ, ২১ মাঘ ১৪২৩ বঙ্গাব্দ, ৫ জমাদিউল আউয়াল ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

বিশ্বের অন্যতম ঐতিহাসিক মসজিদ দিল্লি জামে মসজিদ 1

যে ছবিটি দেখছেন সেটি বিশ্বের অন্যতম ঐতিহাসিক মসজিদ দিল্লি জামে মসজিদ। ষোল শতাব্দীর প্রথম দিকে ভারতে এই ঐতিহাসিক মসজিদটি নির্মিত হয়েছিল; যা বর্তমানে দিল্লি শাহী জামে মসজিদ নামে পরিচিত।

সেই সময় ১০ লাখ রুপি ব্যয় করে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন দিল্লির এই জামে মসজিদটি। প্রায় ৫শ’ বছরের পুরোনো ভারতের সবচেয়ে বড় এই মজসিদ দেশটির অন্যতম প্রধান ঐতিহ্যের ধারক-বাহক।

ফার্সিতে এই মসজিদটিকে ডাকা হয়ে থাকে ‘মসজিদ-ই-জাহান-নুমা’ নামে, যার অর্থ হলো ‘বিশ্বকে প্রতিফলিত করা মসজিদ’। এই মসজিদটির নির্মাণশৈলী ও স্থাপত্যবিষয়ক সৌন্দর্য প্রথম হতে মানুষকে মুগ্ধ করেছে। ৩টি বিশাল ফটক সম্বলিত মসজিদটির ৪টি সাদা গম্বুজ ও দুটি মিনার রয়েছে। মিনার ২টির উচ্চতা প্রায় ৪০ মিটার। মিনার ২টির ৫টি ধাপে ৫টি করে ব্যালকোনি রয়েছে, যার প্রথম ৩টি লাল বেলেপাথর, ৪র্থটি সাদা মার্বেল ও ৫ম টি সাধারণ পাথর দিয়ে তৈরি করা হয়েছে।

নামাজিদের জন্য এই মসজিদের মেঝেতে প্রায় ৯শ’ কাতার করা রয়েছে। বেলেপাথরের ভিত্তির ওপর নির্মিত মসজিদটি ভূমি হতে প্রায় ৩০ ফুট উঁচু। এর মেঝের নির্মাণকাঠামো অনেকটা আগ্রার জামে মসজিদের মতোই। কারণ দিল্লির জামে মসজিদের মেঝের অলঙ্করণেও ব্যবহার করা হয়েছে সাদা ও কালো মার্বেল।

The construction of this mosque was completed in 1644. 5 thousand workers were engaged in construction work. After 12 years in 1656, the construction of the mosque was completed. The mosque was inaugurated on July 23 of that year. The mosque was inaugurated by Imam Bukhari, a saint of Islam. Imam Bukhari's home was in Bukhara, Uzbekistan. His real name is Syed Abdul Ghafoor Shah Bukhari (RA).

ইতিহাস থেকে জানা যায়, সম্রাট শাহজাহানের আমন্ত্রণে দিল্লি আসেন তিনি। বুখারিকে দিল্লির জামে মসজিদের ইমাম নিয়োগ দিয়ে তাকে রাষ্ট্রীয় ইমাম হিসেবে ঘোষণা দিয়েছিলেন সম্রাট শাহজাহান। তাঁর পদবি দেওয়া হয় ‘শাহি ইমাম’। তাই এক কথায় বলতে গেলে এটি একটি ঐতিহাসিক মসজিদ।

ছবি ও তথ্য: http://bd.shabestan.ir/ এর সৌজন্যে।

You may also like this
Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish