The Dhaka Times Desk আগামী ৭ এপ্রিল (শুক্রবার) মুক্তি পাচ্ছে শাকিব-পাওলির ‘সত্তা’ ছবিটি। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল।
‘সত্তা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খান ও কোলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দাম।
ছবিটির নির্মাতা কল্লোল বলেছেন, শাকিব-পাওলি দু’দেশের তারকা শিল্পী। তাদের সিডিউল না মেলায় ছবির নির্মাণ কাজ শেষ করতে বেশ দেরি হয়েছে। তবে আমি যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছি। সবার কাছে ছবিটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
এদিকে শাকিবের ভিন্ন লুক ও কোলকাতার অভিনেত্রী পাওলির সঙ্গে প্রথমবার তার অভিনয় দেখতে অপেক্ষায় দুই বাংলার দর্শকরা। পাশাপাশি ছবির গানগুলোও ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সত্তা’। ছবির সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
গত সপ্তাহে বিনা কর্তনে সেন্সের বোর্ডের ছাড়পত্র লাভ করে ‘সত্তা’ ছবিটি। শাকিব-পাওলি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, রিনা খান, শিমুল খানসহ প্রমুখ।
This post was last modified on ফেব্রুয়ারি ৬, ২০১৭ 10:23 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের মার্কিন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি গবেষণায় দেখা গেছে, ইউরোপের মধ্যে রয়েছে এমন মিউজিয়াম যা…