The Dhaka Times Desk অদ্ভুত ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণে দুনিয়ার বুকে খ্যাতি রয়েছে দুবাইয়ের। এবার পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো আরও এক ভবন নির্মাণ এগিয়ে চলেছে। তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবন!
জানা গেছে, ২০২০ সালের মধ্যে দুবায়য়ে নির্মিত হবে বিশ্বের প্রথম ঘূর্ণায়মান এক ভবনটি। ভবনটির নাম দেওয়া হয়েছে ‘দ্য ডায়নামিক টাওয়ার হোটেল’। এই ভবন নির্মাণের প্রথম পরিকল্পনা করা হয় ২০০৮ সালে। এই ভবন নির্মাণের প্রস্তাব করেন ইতালিয়ান স্থপতি ডেভিড ফিশার।
আকাশছোঁয়া এই ভবনটি মাটি হতে উঠে যাবে ১৩৭৫ ফুট উঁচুতে! ভবনটি উঠবে সোজা ৮০তলা। কংক্রিটের ভিত্তির ওপর নির্ভর করে দিব্যি ঘুরতে সক্ষম এই গোটা ভবন! জানানো হয়েছে, এই ভবনটি পুরোপুরি ৩৬০ ডিগ্রি ঘুরে যেতে পারবে!
আপনি চাইলেই এখানে নিজের অ্যাপার্টমেন্টটিও ঘুরিয়ে নিতে পারবেন। আবার ঘোরার গতিও নিজের ইচ্ছেমতো ঠিক করে নেওয়া যাবে। ভয়েস কমান্ড করেও ঘূর্ণায়মান অবস্থা বন্ধ করা যাবে!
নিজস্ব শক্তিতে পরিচালিত হবে এই ভব। আনুভূমিক ৭৯টি উইন্ড টার্বাইনের মাধ্যমে এতে শক্তি উৎপন্ন হবে। যা ভবনের নিচে স্থাপন করা হবে। তাছাড়া ছাদে থাকবে সৌরশক্তির প্যানেলও।
ভবনটির স্থাপত্য বিষয়ক এক ওয়েবসাইটে বলা হয়েছে, সত্যিকার অর্থে এটি কেবল হোটেল নয়, আধুনিক জীবনের এক অনন্য উদাহরণ হয়ে মাথাচাড়া দেবে দুবাইতে। এটা কয় তারকার হোটেল হবে, সে প্রশ্নে বলা হয়, তারকা চিহ্নিত করে এটিকে সংজ্ঞায়িত করা সম্ভব নয়।
খুব স্বাভাবিকভাবেই এখানে বিলাসিতার ছড়াছড়ি থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। সর্বোচ্চ মানের সেবা ও বিলাসিতা যে কারও ধারণাকেও ছাড়িয়ে যাবে। আগতদের জন্য থাকার ব্যবস্থা এবং সুবিধা প্রদান করতে অনন্য প্রযুক্তি অপেক্ষায় থাকবে।
তবে কেও অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে, তাকে মোটা অংকের অর্থ গুনতে হবে। প্রতিটি অ্যাপার্টমেন্টের দাম পড়বে অন্ততপক্ষে ৩০ মিলিয়ন ডলার- এ তথ্য দিয়েছে মাশাবেল। ভবনটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৩৫০ মিলিয়ন ডলার।
দেখুন সেই বিখ্যাত ঘূর্ণায়মান ভবনের ভিডিও
This post was last modified on ফেব্রুয়ারি ২৩, ২০১৭ 10:09 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…