The Dhaka Times Desk ভারতের কোলকাতার ফিল্মফেয়ার পুরস্কারে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান।
জানা গেছে, গত সোমবার ফিল্মফেয়ারের ওয়েবসাইটে মনোনয়নের এই তালিকাটি প্রকাশ করা হয়। এতে দেখা যায় যে, প্রধান চরিত্রে নারী অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন জয়া আহসান।
অরিন্দম শীল নির্মিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য জয়া এই মনোনয়ন পেয়েছেন। এর পূর্বে ২০১৪ সালে জয়া জিও ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছিলেন আবর্ত ছবির জন্য।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, জয়াকে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে হলে ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তন), স্বস্তিকা মুখোপাধ্যায় (‘সাহেব বিবি গোলাম’), রাইমা সেন (‘মনচোরা’), পাওলি দাম (‘ক্ষত’) এবং গার্গী রায় চৌধুরীর (‘বেঁচে থাকার গান’) অভিনেত্রীদের সঙ্গে লড়াই করতে হবে।
উল্লেখ্য, জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৭ (পূর্ব)- এই মনোনয়ন পাওয়ার লড়াইয়ে জয়ার সঙ্গে বাংলাদেশের অন্যসব অভিনয়শিল্পীরা হলেন শাকিব খান, আরিফিন শুভ, কুসুম সিকদার এবং নুসরাত ফারিয়া ছিলেন।