The Dhaka Times Desk বিশ্বের সবচেয়ে স্থূলতম নারী হলেন ইমান আহমেদ। তিনি দীর্ঘ ২৫ বছর উঠে দাঁড়াতে না পারলেও এবার তিনি সত্যিই উঠে বসেছেন!
জানা গেছে, ইমান আহমেদ ধীরে ধীরে সুস্থতার দিকে এগুচ্ছেন। ভারতের মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পর হতে গত ৩ সপ্তাহে ১০৮ কেজি ওজন কমেছে ইমানের। শুধু তাই নয়, ২৫ বছর পর এই প্রথমবার তিনি উঠে বসতে সমর্থ হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর ওষুধপত্র খেয়ে কিছুটা ওজন কমিয়ে ইমানের ওজন দাঁড়িয়েছিল ৩৮০ কেজি। চিকিৎসকদের লক্ষ্য ছিলো তারা ২৫ দিনে ইমানের ৫০ কেজি ওজন কমিয়ে ফেলবেন। অর্থাত্ দিনে ২ কেজি ওজন কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিলো। সবাইকে হতবাক করে দিয়ে চিকিৎসকদের লক্ষ্যের থেকেও দ্বিগুণ ওজন কমেছে ইমানের!
চিকিৎসকরা জানিয়েছেন, লিক্যুইড ডায়েট এবং ফিজিয়োথেরাপির মাধ্যমেই এই অসাধ্য সাধন করা হয়েছে। ১০৮ কেজি ওজন কমার পর এবার ইমানের অপারেশন করা সম্ভব হবে। অপারেশনের পরই ইমান ফের নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
জানা গেছে, ইমানের বেরিয়াট্রিক সার্জারির পর তাকে পাঠিয়ে দেওয়া হবে আলেকজান্দ্রিয়ায়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তারপর শুরু হবে বিশ্বের সবচেয়ে মোটা নারীকে পুরোপুরি সুস্থ করে তোলার পরবর্তী প্রক্রিয়াসমূহ।
উল্লেখ্য, ইমানের ব্যয়বহুল চিকিত্সার জন্য সাধারণ জনতার কাছ থেকে ৬০ লক্ষ টাকা সংগ্রহ করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ।
This post was last modified on মার্চ ৯, ২০১৭ 12:47 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…