The Dhaka Times Desk জাতিসংঘের যে প্যানেল সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা সেটি তদন্ত করছে। এর পাশাপাশি তাদেরকে ইরাকেও একই বিষয় খতিয়ে দেখার প্রস্তাব দিলো রাশিয়া ও চীন।
তবে শুক্রবার উত্থাপিত প্রস্তাবটিকে তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে ব্রিটেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মসুল যুদ্ধের ওপর আলোচনাকালে রাশিয়া ও চীন ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে যৌথ তদন্তের প্রস্তাব উত্থাপন করে। দেশটিতে ইরাকী বাহিনী ইসলামিক স্টেট জিহাদিদের বিরুদ্ধে লড়ই করে চলেছে।
ওই বৈঠকে সভাপতিত্বকারী ব্রিটিশ দূত ম্যাথিউ রিক্রোফট বলেছেন যে, নিরাপত্তা পরিষদের সদস্যরা আইএস জিহাদিদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়ার পর ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
তিনি আরও জানান, রাশিয়া ও চীন ‘সিরিয়ার পাশাপাশি ইরাকেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ওপর যৌথ তদন্ত চেয়ে’ একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে। তবে ব্রিটেন এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ব্রিটেন দূত আরো বলেছেন, ‘যুক্তরাজ্যের যুক্তি হলো ইরাক এবং সিরিয়ার পরিস্থিতি এক রকম নয়। ইরাক সরকার আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে।’
ম্যাথিউ রিক্রোফট আরও বলেন, ইরাক সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো রকম অভিযোগ নেই।
তিনি জানিয়েছেন, সে কারণে নিরাপত্তা পরিষদ রাশিয়া এবং চীনের এই খসড়া প্রস্তাবটির ওপর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
This post was last modified on মার্চ ২৬, ২০১৭ 11:42 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…