The Dhaka Times Desk মাইক্রোওয়েভে নাকি মোবাইল চার্জ করা সম্ভব! খবরটি অবশ্যই বিস্ময়কর বটে। এমন অসাধ্য সাধন করবেন কীভাবে? আজ সেটি জেনে নিন।

আমরা সবাই জানি মাইক্রোওয়েভ প্রযুক্তি মূলত খাবার গরম করার কাজেই ব্যবহার করা হয়ে থাকে। তবে এবার জাপানের গবেষকরা উদ্ভাবন করেছেন মাইক্রোওয়েভ ব্যবহার করে মুঠোফোনে চার্জ দেওয়ার এক নতুন পদ্ধতি!
জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মাইক্রোওয়েভ হতে নির্গত অপ্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে তা মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি উন্নয়নে কাজ করে চলেছেন।
গবেষকরা দাবি করেছেন, মাইক্রোওয়েভকে যখন খাবার গরম করার কাজে ব্যবহার করা হয়, তখন অনেক শক্তি কাজে আসে না। এই শক্তিকে ব্যাটারিতে চার্জ দেওয়ার কাজে লাগানো সম্ভব। এই শক্তি সংগ্রহের জন্য একটি যন্ত্র তৈরি করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক ওশিহিরো কাওয়াহারা এবং তার দল।
গবেষকরা আরও বলেছেন, ‘তাদের তৈরি যন্ত্রটিতে একটি অ্যানটেনা লাগানো রয়েছে, যা মাইক্রোওয়েভের অতিরিক্ত শক্তি সংগ্রহ করে এবং মুঠোফোনের চার্জার হিসেবে কাজ করা সম্ভব হবে।’
তবে তাদের তৈরি প্রক্রিয়াটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে। গবেষণা পুরোপুরি শেষ হলে এই প্রক্রিয়ায় মোবাইল চার্জ দেওয়া সম্ভব হবে বলে গবেষকরা মনে করছেন।