The Dhaka Times Desk শুভ সকাল। বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭ খৃস্টাব্দ, ২২ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ, ১১ শাওয়াল ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি ব্রাজিলের ফার্নান্ডো ডি নরোনহা হতে ভূ-প্রাকৃতিক দৃশ্য। এটি নরোনহা-র দ্বীপপুঞ্জগুলি হলো দক্ষিণ আটলান্টিক সমুদ্রগর্ভস্থ শৈলশ্রেণীরই একটি অংশ।
আদিম সমুদ্রসৈকতের দরুণ নরোনহা স্বতঃস্ফূ্তভাবে পর্যটকদের আকর্ষিত করে। এই দ্বীপমালার ইতিহাসের অভ্যন্তরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন দ্বীপপুঞ্জের এই সমষ্টিটি।
জানা যায়, এক স্প্যানিশ মানচিত্রবিদ জুয়ান ডি লা কোসা-র দ্বারা ১৫০০ খ্রীষ্টাব্দে দ্বীপপুঞ্জটি আবিষ্কৃত হয়, যিনি এটিকে সামুদ্রিক তালিকাতেও নথিভূক্ত করেন। ১৫০৩ খ্রীষ্টাব্দে ন্যাভিগেটর বা নাবিক আ্যমেরিকো ভেস্পুচি দ্বারা এটির আধিকারিক উদ্ঘাটন হয় বলে ইতিহাস ঘেঁটে জানা যায়।
Image and information: Courtesy of bengali.mapsofworld.com.