The Dhaka Times Desk এমন অনেক ব্যক্তিই রয়েছেন যাদের বয়সের তুলনায় দেখতে ছোট মনে হয়। কিন্তু তাই বলে ২৩ বছরের এক যুবককে কিনা দেখাবে ১৩ বছরের এক কিশোরের মতো? হ্যাঁ, এমনটাই ঘটেছে ক্রোয়েশিয়ার টোমিস্লাভ জুরসেকের ক্ষেত্রে।

মূলত পিটুইটারি গ্লান্ডের ত্রুটির কারণে ২৩ বছর বয়স্ক টোমিস্লাভকে এখনো ১৩ বছরের এক কিশোরের মতো দেখায়। মানুষের বয়স ও শরীরের বৃদ্ধির উপর পিটুইটারি গ্লান্ডের প্রভাব রয়েছে।
টোমিস্লাভের বন্ধু জোভোনোমির জানায়, ১০ বছর আগে যখন টোমিস্লাভের সাথে তার দেখা হয়েছিল তখনও তাকে বয়সের তুলনায় ছোট মনে হতো। তবে ধীরে ধীরে সে টোমির অল্পবয়স্ক চেহারা ও কিশোরদের মতো কন্ঠস্বরের সাথে মানিয়ে নিয়েছে। সে আরও জানায়, কিশোরদের মতো চেহারার কারণে টোমিকে ধূমপান করা বা বিয়ার পান করার সময় দেখতে অদ্ভুত লাগে।
টোমিস্লাভ বলেন, এই রকম চেহারার কারণে অসুবিধার পাশাপাশি তিনি কিছু সুবিধাও পেয়েছেন। যেমন, সব যুবককে বিয়ে করার জন্য চিন্তুা-ভাবনা করতে হলেও চেহারার জন্য তাকে এ ব্যাপারে ১০ বছর পর চিন্তা করলেও চলবে! এছাড়া এই চেহারার কারণেই তিনি বিখ্যাত টিভি শো ‘গেম অব থ্রন্সে’ কাজ করার সুযোগ পেয়েছেন।
References: www.odditycentral.com