The Dhaka Times Desk recently Samsung their Galaxy S4 A different kind of competition was organized in Zurich, Switzerland with its campaign. If a contestant can stare at the Samsung Galaxy S4's display for 60 minutes without blinking, Samsung will give away a Galaxy S4 for free!
স্যামসাং গ্যালাক্সি এস৪ হচ্ছে স্যামসাং ‘গ্যালাক্সি এস’ সিরিজের সর্বশেষ সংস্করণ। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ছে এন্ড্রয়েড ৪.২.২ (Jelly Bean) এবং ৫ ইঞ্চি Super AMOLED Full HD ডিসপ্লে যার রেজুলেশান 1920×1080p, Exynos 5410 1.8GHz 8-কোর প্রসেসর, 2GB DDR3 RAM, ১৩-megapixel LED flash সহ ক্যামেরা। ফোনের সামনেও রয়েছে ২-megapixel ক্যামেরা। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে এই ফোনে থাকছে Eye-Tracking প্রযুক্তি যা ব্যবহারকারীদের চোখের নির্দেশ বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করবে।
Samsung organizes this exceptional competition to increase the sales of their new phone and to introduce the phone to the public more widely. Samsung also announced in the contest that the longer the contestant can look without blinking, the bigger discount that contestant will get on their next Galaxy S4 purchase. After receiving such a tempting offer, the people present were eager to participate in the competition.
গ্যালাক্সি এস৪ এ ব্যবহৃত হয়েছে ‘Samsung Smart Pause’ প্রযুক্তি। এ প্রযুক্তিতে গ্যালাক্সি এস৪ বুঝতে পারবে ব্যবহারকারীর চোখের ইশারা। অর্থাৎ ফোনটি বুঝতে পারে কে কখন চোখের পলক ফেলছে। তবে স্যামসাং প্রতিযোগীদের জানিয়ে দেন, খেলা তখনি শেষ হয়ে যাবে যখন গ্যালাক্সি এস৪ চোখের পলক ফেলার বিষয়টি ধরে ফেলবে।
Data sources: The Tech Journal
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিছু নিয়ম মেনে যোগাসন করলেই পাওয়া যাবে ফল। শরীর চাঙ্গা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আজ (শনিবার)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাজেট-বান্ধব ব্যবহারকারীদের জন্য আধুনিক প্রযুক্তি এবং সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুনা খান। বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের সুশীল সমাজ। প্রতিবেশী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের পর থেকেই দুবাইয়ে থাকেন সৌদি নামে তরুণী গৃহবধূ। তার…