The Dhaka Times Desk আকাশে ডানা মেলে উড়ে যাওয়া পাখি দেখার চেয়ে আনন্দের দৃশ্য আর কি হতে পারে! রঙের মেলা শরীরে নিয়ে উড়ে বেড়ানো পাখিদের দেখলে যেনো মুহূর্তের মধ্যেই মন এক অনাবিল আনন্দে ভরে যায়। আজ থাকছে অসাধারণ সুন্দর কিছু পাখির ছবি।
ব্রড-বিল্ড হামিংবার্ড
গলা থেকে পেট অব্দি উজ্জ্বল নীল রঙের এই ছোট্ট পাখিটির সৌন্দর্য সত্যিই মন কাড়ে।
নরদার্ন কার্ডিনাল
এই পাখিটি একবার দেখলে এর সৌন্দর্য কেউ আর ভুলতে পারে না।
ফ্লেমিঙ্গো
গোলাপী আভার এই অসাধারণ সুন্দর পাখি কে না দুই চোখ ভরে দেখতে চাইবে?
পেইন্টিড বান্টিং
মনে হচ্ছে না, কোনো শিল্পী সব রঙ ঢেলে এই পাখিটির ছবি এঁকেছে?
কিলবিল টোউকান
লম্বা ঠোঁটের টোউকান বেলিজের জাতীয় পাখি।
Source: www.wowamazing.com