The Dhaka Times Desk লাইভ ভিডিওর সময় অনেক কিছুই ঘটে ক্যামেরার পেছনে। কিন্তু ক্যামেরার সামনেও অনেক সময় ঘটে অনেক কিছু যা দেখলে সত্যিই বিস্মিত হতে হয়। এমনই একটি ঘটনা প্যান্ট ছাড়া লাইভে রাজনীতি বিশ্লেষকের লাইভ অনুষ্ঠান নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন সেই মজার ভিডিওটি।
সংবাদ মাধ্যমে ওই ভিডিওটি বর্তমানে ভাইলার হয়েছে। সত্যিই এক মজার ভিডিও ছিলো। আল জাজিরার সঙ্গে স্কাইপে লাইভ কথা করছিলেন জর্ডানের রাজনৈতিক বিশ্লেষক মাজিদ আসফূর। লাইভ ভিডিওতে যেহেতু শরীরের উর্ধ্বাংশ শুধু দেখা যায়- সেজন্য শার্ট, টাই, ব্লেজার পরলেও নিম্নাঙ্গে তার প্যান্ট ছিল কি ছিল না, তা দেখার উপায় নাই। প্রকৃতপক্ষে শুধু একখণ্ড কৌপীন ছিল ওই রাজনৈতিক নেতার! অবশ্য তারজন্য টিভি শো’র তেমন কোনো ক্ষতিই হয়নি। বেশ গাম্ভীর্য সহকারে তিনি তার মন্তব্য করে যাচ্ছিলেন।
তবে ওই ঘটনার দুষ্টের শিরোমনি তার ছেলে। তার প্যান্টছাড়া মুহূর্তকে মোবাইলে ভিডিও করে ফেলেন। বাবাকে নিয়ে স্রেফ মজা করার জন্যই অনলাইনে শেয়ার করা হয়। অনলাইনে ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটি। ১২ সেকেন্ডের ভিডিওটিকে ১ মিনিট ২ সেকেন্ড বানানো হয়েছে। ভিডিওতে দেখা যায় বেশ স্বাভাবিকভাবেই ফর্মাল ব্লেজার, শার্ট ও টাই পরে ল্যাপটপের সামনে কথা বলছেন ওই রাজনৈতিক বিশ্লেষক মাজিদ আসফূর।
আল জাজিরার সরাসরি দেখানো সেই ভিডিওতে আসলে কোনো আপত্তিকর কিছুই ছিলনা। কিন্তু দুষ্ট ছেলে বাবার বিহাইন্ড দ্য সিন অংশটি দেখাতে গিয়ে হইচই ফেলে দিয়েছে!
আল রাই এরাবিক এর সাবেক এই প্রধান সম্পাদকের প্রকৃতপক্ষে প্যান্ট ছিলো না। দুটি কুশনের উপর ল্যাপটপ রেখে তিনি দিব্বি কথা বলছিলেন। ছেলে মানাফ ভিডিওটি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিল। টুইটারে বেশ কয়েকবার শেয়ার হওয়ার পর ভাইরাল হতে থাকে ওই ভিডিওটি।
নিজের এই ফানি ভিডিওর কথা নিয়ে বলতে গিয়ে জর্ডান টাইমসকে মাজিদ আসফূর বলেছেন, ‘আম্মানের তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে ছিল। যেহেতু বাড়িতেই ছিলাম এজন্য ওভাবেই লাইভ যেতে সিদ্ধান্ত নিয়েছিলাম।’
নিজের বর্তমান খ্যাতি নিয়ে মজা করে মাজিদ আসফূর বলেছেন, দীর্ঘদিন রাজনৈতিক ভাষ্যকার হিসেবে কাজ করে গেলেও এবার ‘প্রথমবারের মতো এতো বেশি পাবলিসিটি পেয়েছেন’।
সেজন্যই নিজের প্যান্ট না পরার সিদ্ধান্তকে ও ছেলের দুষ্ট বুদ্ধিকে স্যালুট দিতেই পারেন এই রাজনৈতিক বিশ্লেষক মাজিদ আসফূর!
দেখুন সেই মজার ভিডিওটি
This post was last modified on আগস্ট ৯, ২০১৭ 10:08 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…