The Dhaka Times Desk শুভ সকাল। রবিবার, ২৭ আগস্ট ২০১৭ খৃস্টাব্দ, ১২ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ, ৪ জিলহজ্জ ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

এক সীমাহীন প্যাম্পাসের মধ্যে পাথুরে সড়ক। এটি আর্জেন্টিনার তৃণভূমি পম্পাস নামে পরিচিত। এই এলাকার নামটি “পম্পা” শব্দ হতে উৎপত্তি হয়েছে যার অর্থ হলো “বৃক্ষ বিহীন সমভূমি”।
এই নামের বিশেষ ঐতিহ্য হিসাবে প্যাম্পাসের সমগ্র অঞ্চলটি উর্বর জমির বিপূল এলাকা ও বুয়েনস আ্যয়ারসের আবৃত রাজ্য, লা প্যাম্পা এবং সান্তা ফে বা কোরডোবার প্রধান অংশগুলির সমন্বয়ে গঠিত।
এই এলাকার ভূ-প্রকৃতি বৈচিত্রময় একটি স্থান। অরণ্য, সম্প্রসারিত তৃণভূমি ও লবণ হ্রদ দ্বারা পরিপূর্ণ। এই অঞ্চলগুলো, আর্জেন্টিনার গাছপালার প্রধান অবলম্বন।
Image and information: Courtesy of https://bengali.mapsofworld.com.