The Dhaka Times Desk আবারও জিৎ-এর সঙ্গে নায়িকা নুসরাত ফারিয়া, তবে এবার যৌথ প্রযোজনার ছবিতে এককভাবেই নায়িকা হচ্ছেন নুসরত ফারিয়া।
নুসরত ফারিয়া জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন‘বাদশা’ ছবিতে। যদিও ওই ছবিটিতে নুসরাত এককভাবে নায়িকা ছিলেন না। তবে এবার নুসরাতের সঙ্গে দেখা যাবে জিৎকে একক নায়িকা হিসেবে। নতুন ওই ছবির নাম দেওয়া হয়েছে ইন্সপেক্টকর নোটটি ক। এই ছবিটির পরিচালক ভারতের ওড়িশার অশোক পতি। ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই ছবিটি।
এর পূর্বে ‘বস ২’ ছবিটি মুক্তি পেয়েছিল। জিতের এই ছবিটিও সাফল্যের মুখ দেখেছে। এই ছবিতেও ছিলেন নুসরাত, অবশ্য নায়িকা হিসেবে নন। এবার এই ছবিতে তিনিই নায়িকা। এতোদিন অ্যাকশন হিরো হিসেবে জিৎকে দেখে এসেছে দর্শকরা।
তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি জিৎ কমেডি চরিত্রে অভিনয় করবেন! এই ছবির শুটিং হবে কোলকাতা ছাড়াও ইতালি, রোম, ব্যাঙ্কক ও বাংলাদেশে।
আসছে দুর্গপূজায় ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এই বছর দুর্গপূজায় কোলকাতায় মোট ৭টি ছবি মুক্তি পাচ্ছে। জিৎও চাইছেন না এর মধ্যে ছবিটি মুক্তি পাক। পূজার পরেই ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে নির্মাতাদের।
This post was last modified on সেপ্টেম্বর ৩, ২০১৭ 11:46 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…