The Dhaka Times Desk এমন এক শহর যেখানকার মানুষগুলো কখনও সূর্যের আলো দেখে না। অর্থাৎ ওই শহরে সূর্যই ওঠে না। ২৪ ঘণ্টায় থাকে আঁধার অর্থাৎ রাত্রি! রাতকেই তারা দিন বানিয়ে জীবন যাপনের জন্য ব্যবহার করেন।
এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে এ আবার কেমন শহর! যেখানে থাকে ২৪ ঘণ্টাই আঁধার! সেখানে নেই কোনো সূর্যের আলো। এমন হলে কেমন লাগবে? একবার ভেবে দেখুন। আলো ছাড়া জীবন-যাপন করা সত্যিই এক অসম্ভব ব্যাপার। বলা যায় আলো ছাড়া জীবন অর্থহীন। তারপরও পৃথিবীতে এমন শহর রয়েছে যেখানে দিনের আলো পৌঁছায় না।
ওই শহরটিতে সবসময়ই থাকে রাত। সেই পরিবেশেই মানুষ বাধ্য হয়েই বসবাস করছে। অথচ ঘড়ির কাঁটায় বাধা আমাদের জীবনে আলো-আঁধারের গুরুত্ব একেবারে কম নয়। দিনের শুরুর আলো ও শেষের আলোর মধ্যে মেজাজ মর্জ্জির নানা ধরনের তফাৎ বিদ্যমান। তবে যেখানে এইসব আলোর খেলা নেই, সেখানকার ব্যাপারটা কেমন হতে পারে?
মনে করুন আপনি ডিমভাজি দিয়ে সকালের নাস্তা করছেন। তবে জানালা হতে আসছে না হালকা রোদটা, জানালা দিয়ে আসছে চাঁদের আলো! আমাদের হয়তো পেটে যাওয়া ওই খাদ্য নাস্তা হিসেবে যাবে না, যাবে রাতের খাবার হিসেবে। তবে প্রকৃতির এই অঘোম নিয়মকে মেনে নিয়ে পৃথিবীর অনেক প্রান্তের মানুষই এভাবে তাদের জীবনকে সাজিয়ে নিয়েছেন আলোহীন এমন পরিবেশে। সুমেরু বৃত্তে বসবাস করা মানুষদের রয়েছে আলোহীন এইসব জীবনের অভিজ্ঞতা। তারা ঘড়ির কাটায় সকাল দুপুর আর সন্ধ্যা সাজিয়ে নিয়েছেন। ঠিক সেভাবেই তারা দিন মনে করে সকাল শুরু করেন। কাজে যান। আবার দুপুরের খাবার খান। বিকালের নাস্তা। তারপর কাজ শেষ করে বাড়ি ফিরে আসেন। তারপরে সময়টিকে তারা রাত হিসেবে ধরে নেন। আর ঠিক সেভাবেই ঘুমিয়ে পড়েন। এভাবেই চলে তাদের দিন-রাতের খেলা!
তারা ঠিক এভাবেই নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। তাই তাদের জীবন যাপনও চলে ঠিক সেভাবেই। তাদের কাছে কখনও দিন-রাত্রির আলো-আঁধারের কোনো কিছুই মনে হয় না।
This post was last modified on সেপ্টেম্বর ২৪, ২০১৭ 3:53 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…
The Dhaka Times Desk Today is March 26, the Great Independence and National Day. 1971…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…