LG 65 inch OLED TV can be folded like a mat!

The Dhaka Times Desk প্রযুক্তির উৎকর্ষতা ক্রমেই ছড়িয়ে পড়ছে বিশ্বময়। এবার এলজি ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি আনলো। যা শুধু বাঁকানো নয়, মাদুরের মতোই গুটানো যায়!

বেশ কয়েক বছর পূর্বে এলজি একটি ১৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে প্রদর্শন করেছিল। যেটি খবরের কাগজের মতো ভাঁজ করে রাখা সম্ভব। এখন আরও বড় আকারে একই রকম একটি মনিটর তৈরি করেছে এলজি।

এবার এলজি ৬৫ ইঞ্চির একটি ওএলইডি টিভি তৈরি করেছে। যেটি মাদুরের মতো গুটিয়ে রাখা যাবে। বাৎসরিক প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী সিইএস-২০১৮ তে প্রথমবারের মতো প্রদর্শিত হবে এলজির নতুন এই মনিটরটি। নতুন এই মনিটরটির রেজুলেশন ফোর-কে।

এখন প্রশ্ন আসতে পারে, টিভি গুটিয়ে রাখার প্রয়োজন হবে কেনো? এর সহজ উত্তর হলো, ছোট কোনো জায়গায় এটি সরিয়ে রাখতে কিংবা এক স্থান হতে আরেক স্থানে নিয়ে যাওয়ার সময় টিভিটি এমনভাবে গুটিয়ে নিতে পারলে বেশ সুবিধায় হবে। সত্যি কথা হচ্ছে, শুধুমাত্র কল্পবিজ্ঞানকে বাস্তব রূপ দিতেই এমন পণ্য বানিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এলজি।

জানা গেছে, এই নতুন মনিটরটি গুটিয়ে রাখার মতো নমনীয় হওয়ায় এটির ডিসপ্লে প্যানেলটি আরও অর্গানিক এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ধরনের ডিসপ্লে দেখতে ছবি আঁকার ক্যানভাস কিংবা বিশাল আকারের কাগজের মতো।

বাঁকানো যায় এমন কিছু ডিসপ্লে বা মনিটর বর্তমানে বাজারে রয়েছে। তবে গুটিয়ে একেবারে পাইপের মতো আকৃতি দেওয়া যায় এমন মনিটর বিশ্বে এটিই প্রথম।

এলজি মৌলিক কিছু তথ্য ছাড়া এই নতুন টিভি নিয়ে আর কোনো তথ্য জানায়নি এখনও। মনিটরটির দাম কতো পড়বে, বাজারে কবে ছাড়া হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। তাছাড়া গুটানো অবস্থা হতে মেলার পর সেটিতে ভালোভাবে ছবি দেখা যাবে কিনা এসব বিষয়গুলো নিয়েও রয়েছে ধোঁয়াশা। অর্থাৎ কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। তারপরও প্রযুক্তি বিশ্ব অধির আগ্রহে অপেক্ষা করছে এলজির সিইএস ২০১৮-য় ডিসপ্লেটি দেখার জন্য।

This post was last modified on জানুয়ারি ১০, ২০১৮ 1:03 pm

Staff reporter

Recent Posts

বিশেষজ্ঞ মতামত: দিনে কতো কিলোমিটার হাঁটলে শরীর সুস্থ-সবল থাকবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অযথায় শুধুমাত্র হাঁটলেই কোনও লাভ পাবেন না। বরং দূরত্ব মেপে…

% days ago

শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত (স্টিম) বিষয়ক কার্নিভাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (স্টিম)…

% days ago

মিডরেঞ্জ বাজেটে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা: ইনফিনিক্স নোট ৪০এস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় ট্রেন্ডি প্রযুক্তি ব্যান্ড ইনফিনিক্স বিগত কয়েক বছর ধরেই মিডরেঞ্জের…

% days ago

পূর্ণিমা-শ্রাবন্তীর সঙ্গে দুবাই যাচ্ছেন শাকিব খান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুবাই হলো বিনোদন জগতের তারকাদের একটি মিলন মেলা। সেখানে নানা…

% days ago

আমরাই আমাদের সিদ্ধান্ত নিতে পারি: ট্রাম্পকে নেতানিয়াহু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলের স্বার্থ রক্ষায় আমরাই…

% days ago

প্রচারে গতি আনতে বন্ধুর স্ত্রী-কন্যাদের ‘ধার’ করলেন এক রাজনীতিবিদ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডেরিক একজন প্রাক্তন সেনা। ভার্জিনিয়ার একটি জেলার আসনে রিপাবলিকান দলের…

% days ago